ভারত ও বাংলাদেশের সীমান্ত কোচবিহারের চামটাতে গরু চুরি করার সময় বি এস এফে গুলিতে এক ভারতীসহ দুই বাংলাদেশী নিহত
১২ নভেম্বর, ২০২১, 3:10 PM
১২ নভেম্বর, ২০২১, 3:10 PM
ভারত ও বাংলাদেশের সীমান্ত কোচবিহারের চামটাতে গরু চুরি করার সময় বি এস এফে গুলিতে এক ভারতীসহ দুই বাংলাদেশী নিহত
ঠিক রাত তখন, ২.৪৫,মিনিট, হঠাৎ ভারতের সীমান্ত অতিক্রম করে তিন গরু চোর পশ্চিম বাংলার কোচবিহারের চামটা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে রওনা দেবার সময় বি এস এফ তাদের চ্যালেঞ্জ করে। তার প্রতিউত্তরে উড়ে আসে ভারতের সীমান্ত রক্ষীদের উদ্দেশ্যে ইট ও পাথর। তখন বি এস এফ বেগতিক দেখে গরু চোরের দিকে গুলি চালায়। এবং সেই গুলিতে মারা যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহারের চামটা সীমান্ত এলাকার বাসিন্দা শ্রী প্রকাশ বরমণ। এবং দুই জন অজ্ঞাত পরিচিত বাংলাদেশের বাসিন্দা। ঘটনার স্হানে পৌঁছে খবর পেয়ে কোচবিহারের সাতাই থানার পুলিশ বাহিনী ও কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী কুমার সানি রাজ আই পি এস। ঘটনার স্হানে ঘিরে রেখেছে পুলিশ বাহিনী এবং ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। তবে ভারতের সীমান্ত অতিক্রম করে মাঝে মাঝে বাংলাদেশের গরু চোর রা ভারতের সীমান্ত অতিক্রম করে ঢুকে গরু চুরি করে চলে যায়। তবে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি থাকাতে এবার তা গরু পাচার করতে পারেনি।তবে ভারতের সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলছে। সেই সঙ্গে ভারতের সরাস্ট্র দপ্তর থেকে বলা হয়েছে ভারতের সীমান্ত এলাকায়, ৪০,কিলোমিটারের, মধ্যে বি এস এফ যে কোন বিষয়ে হস্তক্ষেপ করতে পারে।সেই ক্ষমতা বৃদ্ধি পাওয়াতে বি এস এফ ওপেন হ্যান্ড অফ ফ্রি তে কাজ করে দেশের সুরক্ষা বজায় রাখার চেষ্টা করছে।।