ভারত ও বাংলাদেশের বনগাঁ সীমান্তে ১৫৪২পিছ ইয়াবা উদ্ধার করে বি এস এফ
৩০ মে, ২০২২, 8:34 AM
৩০ মে, ২০২২, 8:34 AM
ভারত ও বাংলাদেশের বনগাঁ সীমান্তে ১৫৪২পিছ ইয়াবা উদ্ধার করে বি এস এফ
আজ পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকায় ১৫৪২,পিস, ইয়াবা ট্যাবলেট আটক করেছে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা। এদিন ভারতের বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় একটি গাড়িতে করে ১৫৪২,পিস, ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার সময় তিন জন কে আটক করে। এবং এদের মধ্যে নাসির উদ্দিন বিশ্বাস এবং সামিনা বিশ্বাস ও তার ৮,বছরের, পুত্র কে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর ১০৭,নাম্বার, ব্যাটেলিয়নের সদস্যরা গ্রেপ্তার করে। তখন তাদের কে তল্লাশি চালিয়ে মোট ১৫৪২,টি, ইয়াবা ট্যাবলেট পায়। যার বাজার মূল্য প্রায় ৭,লক্ষ, ৪১,চল্লিশ, হাজার টাকা। ভারতের ১০৭,নাম্বার, ব্যাটেলিয়নের কমান্ডার ইনচার্জ ব্রজেন্দ্রনাথ সিঙ জানান যে যে নিদিষ্ট খবরের উপর ভিত্তি করে এই অভিযান চালিয়ে যান বি এস এফ। ধৃত ব্যক্তিদেরকে বনগাঁ থানায় পাঠানো হয়েছে। বর্তমানে ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা এবং বাংলাদেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা যৌথ উদ্যোগে সীমান্তে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে। যায় ফলে ভারত ও বাংলাদেশ থেকে চোরাচালান বন্ধ হয়েছে অনেকটাই। বর্তমানে দুই দেশের সীমান্তে অবস্থিত সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি দিয়েছেন চোরাচালান কারবারিদের বিরুদ্ধে।