ভারতের স্বাধীনতার ৭৫বৎসর হয়ে গেলেও নির্মূল হয়নি জাতীবাদ ও বর্ণবিদ্বেষী বলল সুপ্রিম কোর্ট
২৯ নভেম্বর, ২০২১, 5:13 PM
২৯ নভেম্বর, ২০২১, 5:13 PM
ভারতের স্বাধীনতার ৭৫বৎসর হয়ে গেলেও নির্মূল হয়নি জাতীবাদ ও বর্ণবিদ্বেষী বলল সুপ্রিম কোর্ট
আজ ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী নাগেশ্বর রাও বেঞ্চ, ১৯৯১,সালের, ভারতের উত্তর প্রদেশের একটি জাতি দাঙ্গায় নিহত হন একটি পরিবারের তিন সদস্য। সেই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বলেন যে ভারত স্বাধীন হওয়ার, ৭৫,বৎসর, পার হয়ে যাওয়ার পর ও দেশ থেকে পুরোপুরি নির্মূল করা যায় নি জাতিবাদ ও বর্ণবিদ্বেষী। যার যাতাকলে আজও বহু মানুষ মৃত্যুর হয়েছে। বহু বিষয় সম্পত্তি লুটপাট হয়েছে। বহু মানুষ বঞ্চিত হয়েছে তার ন্যায় অধিকার থেকে। এই মামলার তদন্ত কমিটি যে হলফনামা দিয়েছেন তাতে খুশি নয় সুপ্রিম কোর্ট। বর্ণ বিদ্বেষের বেড়া জালে জড়িয়ে মরা পড়েছে লক্ষ লক্ষ মানুষ। সামাজিক ও অনৈতিক ভাবে পিছনে পড়েছে নিন্ম বর্ণের সাধারণ মানুষের দল। এই মৃত্যুর ঘটনা নিয়ে রায় দিতে গিয়ে শিইরে উঠেছে ঘটনার স্মৃতি কথা। প্রায়, ১২,ঘন্টা, ধরে ঐ তিন ব্যাক্তির উপর মানষিক ও শারীরিক অত্যাচার করে মৃত্যু দেওয়া হয়। এরমধ্যে এক জন মহিলা ছিলেন। বিচারপতি শ্রী নাগেশ্বর রাও বলেন ভারতের স্বাধীনতার পর উন্নয়ন হয়েছে ঠিক কথা। কিন্তু মানবিক উন্নয়নের কারনে জাতিবিদ্বেষ ও শোষণ এবং বন্চনা শেষ হয়ে যায়নি। বিচারপতি, ১৯৯১,সালের, ঐ ক্ষতিগ্রস্ত পরিবারের সবধরনের সাহায্য দিতে নির্দেশ দেন। এবং দুই জন অভিযুক্ত কে মুক্তি দিয়ে বাকিদের সাজা প্রদান করেন। এবং পিছিয়ে পড়া মানুষের দিকে খেয়াল রাখতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।