ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকবে চিরস্থায়ী -ভারতের সেনাপ্রধান শ্রী নারাভানে
২৬ নভেম্বর, ২০২১, 7:00 PM
২৬ নভেম্বর, ২০২১, 7:00 PM
ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকবে চিরস্থায়ী -ভারতের সেনাপ্রধান শ্রী নারাভানে
ভারত বাংলাদেশ বারাবার একে অপরের সাথে বন্ধুত্ব রেখে কাজ করে যাচ্ছে। এবং বাংলাদেশ ভারতের প্রকৃত বন্ধু বলে উল্লেখ করেন ভারত ও বাংলাদেশের বিজয়, ৫০,বৎসর, উদ্যাপন উপলক্ষে সেন্টার ফর ল্যান্ড ওয়েলফেয়ার স্টাডিজ অথাৎ সি এল এ ডিস্ট্রিক্ট এস এবং ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার আই আই সি উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ভারতের অবদান ও সক্রিয়তা নিয়ে তুলে ধরেন। সেই সঙ্গে ভারতের সীমান্ত এলাকায়, ১৬৫,বিঘার, যে আন্তর্জাতিক বিবাদ ছিল তা মিমাংসার কথা স্মরণ করিয়ে দেন। এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভারতের সাথে বরাবর রাজনৈতিক ও সামাজিক এবং কূটনৈতিক সম্পর্ক ছিল এবং বানিজ্যিক ভাবে লেনদেন চলে আসছে দীর্ঘদিন ধরে। ১৯৭১,সালে, বাংলাদেশের স্বাধীনতা মুক্তি যুদ্ধের সময় ভারত সবরকম সহযোগিতা করেন। আজ এই সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভারতের হাইকমিশনার জনাব মহাম্মদ ইমরান এবং বাংলাদেশের সাবেক লেফটেন্যান্ট জেনারেল জনাব হারুন অর রশিদ বীর প্রতীক ছাড়া অন্যান্য কূটনৈতিক সদস্যরা।।