ভারতের মোরাদাবাদে মৃত ব্যক্তিকে ফ্রিজের ভিতর সাত ঘন্টা রাখার পর বেচে ফিরলেন
২২ নভেম্বর, ২০২১, 12:09 PM
২২ নভেম্বর, ২০২১, 12:09 PM
ভারতের মোরাদাবাদে মৃত ব্যক্তিকে ফ্রিজের ভিতর সাত ঘন্টা রাখার পর বেচে ফিরলেন
সদ্য মৃত্যু হয়েছে তাই তার পরিবার আসার আগে সেই মৃতদেহ কে হাসপাতাল কর্তৃপক্ষ ডিপ ফ্রিজে রাখেন। এবং যখন তার পরিবার মৃত ব্যক্তি কে নিতে আসেন তখন ফ্রিজ খুলতেই দেখতে পান মৃত ব্যক্তির পা ও হাত নড়াচড়া করছে। পরিবারের পক্ষ থেকে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়। যদিও ঐ ব্যক্তি বিপদমুক্ত নয়। এমন একটি ঘটনার পর সারা মোরাদাবাদ শহরে চারিদিকে ছড়িয়ে পড়ে এই খবর। পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন। কি করে জীবিত অবস্থায় ব্যাক্তি কে কেমন করে মৃত ব্যক্তি বলে তাকে ডিপ ফ্রিজে রাখা হল তার কৈফিয়ত তলব করা হয়েছে। এই ঘটনার পর পরিবারের মধ্যে যেমন একটি আশার আলো দেখা দিয়েছে, তেমনি হাসপাতাল কর্তৃপক্ষ বিরুদ্ধে গাফিলতি র অভিযোগ আনা হয়েছে।