ভারতের মধ্য প্রদেশের রাজ গড়ে মদ্যাপ্ত পাত্র কে বিয়ের পিড়ি থেকে ফিরিয়ে দিলেন পাত্রী
১৩ নভেম্বর, ২০২১, 4:01 PM
১৩ নভেম্বর, ২০২১, 4:01 PM
ভারতের মধ্য প্রদেশের রাজ গড়ে মদ্যাপ্ত পাত্র কে বিয়ের পিড়ি থেকে ফিরিয়ে দিলেন পাত্রী
এ যেন চলচ্চিত্র জগতের সিনেমার গল্পের মতো কাহিনী হয়ে গেল বাস্তবে। মধ্যপ্রদেশের রাজগড় জেলার জনাব মুশকান সেখ এর কন্যার সাথে ধুমধাম বিয়ের অনুষ্ঠান চলছিল। লোকলস্কর ও গাড়ি ঘোড়া সব এসে গিয়েছিল । সাথে বর যাত্রী। সব ঠিক ছিল, কিন্তু পাত্র এসেছিল গলা পর্যন্ত মদ গিলে। এতটাই মদ খেয়েছিল যে তাকে দাড়াবার শক্তি ছিল না। পা টলে পড়ে যাচ্ছিল। এই খবর পাত্রীর কাছে যায়। পাত্রী কালবিলম্ব না করে তার বিবাহ রুখে দেন। এবং তিনি মদ্যপান করা পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না বলে জানিয়ে দেন। সেই সঙ্গে খবর দেওয়া হয় স্হানীয় রাজগড় থানা তে। চলে আসে পুলিশ বাহিনী ও পরিবারের লোকজন। বিবাহ ভেস্তে যায়। বরযাত্রী রা বেগতিক দেখে বর কে নিয়ে চম্পট দেন। তবে এই বিবাহ হয় প্রতিবেশী একটি ভালো ছেলের সাথে। উভয় পক্ষের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। তবে এর থেকে শিক্ষা নিতে সকলের কাছে আবেদন করেন রাজগড় প্রশাসনিক কর্মকর্তারা।।