ভারতের বঙ্গোপসাগরের উপকূল বরাবর জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড় গতি মুখ পরিবর্তন করে সুন্দর বন হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে
০৪ ডিসেম্বর, ২০২১, 7:20 PM
০৪ ডিসেম্বর, ২০২১, 7:20 PM
ভারতের বঙ্গোপসাগরের উপকূল বরাবর জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড় গতি মুখ পরিবর্তন করে সুন্দর বন হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে
শেষ খবর পাওয়া পযন্ত জানা যাচ্ছে ভারত মহাসাগরের উপর ঘনিভূত ঘূর্ণিঝড় শক্তি কিছু টা ক্ষয় করে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম ও উড়িষ্যার পোর বন্দর এলাকার বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায় আঘাত করে এগিয়ে আসছে পশ্চিম বাংলার বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকা গভীর সুন্দর বন বিভাগের উপর দিয়ে। আসার আগে এই জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বিভিন্ন যায়গায় ভারী বর্ষা এনে কিছু টা যায়গায় প্লাবিত করে দিয়েছে এবং আজ থেকে এই জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড়ের গতি মুখ পথ পরিবর্তন করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাকদ্বীপ ও নামখানা এবং সাগর এবং পাথরপ্রতিমা এবং ক্যানিং বাসন্তী এবং গোসাবা ঘোড়ামারা দ্বীপের পূর্ব পর্যন্ত বিস্তৃত হয়ে সুন্দর বন লাগোয়া সন্দেশ খালি হয়ে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের পূর্বে সাতখীরা, খুলনা ও বরিশাল জেলার অন্তর্গত বাগেরহাট হয়ে হাতিয়া দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড়ের প্রতিটি মুহুর্তের খবর নিচ্ছেন।
ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার কাজে নামানো হয়ে প্রকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলা বাহিনীর সদস্যদের। সেই সাথে কাজ করছেন ডায়মন্ডহারবার জেলা পুলিশ ও সুন্দর জেলা পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশ। সুন্দর বন লাগোয়া প্রতিটি থানা এলাকায় ইতিমধ্যে জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড়ের ব্যাপারে আগাম সতর্কবার্তা ও মাইক প্রচার করে সাধারণ মানুষের মধ্যে জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড়ের বিবরণ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকা থেকে সাধারণ মানুষের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। ত্রানের যাতে ঘাটতি দেখা না দেয় তার জন্য সজাগ প্রশাসনিক কর্মকর্তারা।
সরকারি কলেজ ও ইস্কুলে এবং স্থানীয় পঞ্চায়েত এর ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড়ের কবলে পড়া মানুষ জনকে। ইতিমধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত সমুদ্র বন্দর এলাকা থেকে সাধারণ মানুষের সরিয়ে নিয়ে গেছেন পুলিশ প্রশাসন। তবে এই জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড়ের গতি ক্রমে শক্তি হারিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আজ জাওয়াদ ঘনিভূত ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা সহ বিভিন্ন যায়গায় ভারী থেকে হালকা বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বৃষ্টি র উপর ভর করে ঠান্ডা পড়তে শুরু করেছে।