ভারতের জাতীয় কংগ্রেসের বিকল্প তৃনমূল নয়-শিবসেনা নেতা উদ্ভব ঠাকুর
০৪ ডিসেম্বর, ২০২১, 4:02 PM
০৪ ডিসেম্বর, ২০২১, 4:02 PM
ভারতের জাতীয় কংগ্রেসের বিকল্প তৃনমূল নয়-শিবসেনা নেতা উদ্ভব ঠাকুর
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন দিনের সফরে মহারাষ্ট্রে গিয়েছিলেন, এবং পশ্চিম বাংলার মাটিতে পা পড়তে না পড়তে, ২৪ঘন্টার মধ্যে মহারাষ্ট্রের শিবসেনা নেতা ও মুখ্যমন্ত্রী শ্রী উদ্ভব ঠাকুর জানিয়েছেন যে ভারতের জাতীয় কংগ্রেসের বিকল্প হিসেবে কখনো তৃনমূল দল হতে পারে না।
দুই একটি রাজ্য ছাড়া এই দলের অস্তিত্ব নেই ভারতের কোথাও। আজ শিবসেনা র মুখপাত্র সাবানা তে তার বক্তব্য তুলে ধরেন। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিজেপি র বিরুদ্ধে একক শক্তি তে লড়াই করে ক্ষমতায় আসার জন্য অভিনন্দন জানান। কিন্তু তাই বলে এই নয় যে তৃনমূল দলের পক্ষে বিজেপি র মতো সর্বভারতীয় দল কে একক শক্তি তে তৃনমূল দল হারিয়ে দেবে এমন টা নয়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিটি রাজ্যের মধ্যে তাদের দলের প্রভাব বিস্তার রয়েছে। সেখানে তৃনমূল দলের মধ্যে নেই বললেই চলে। তবে ভারতের জাতীয় কংগ্রেসের লোকসভার কমপক্ষে, ১০০,সদস্য, জিতিয়ে আনতে পারলে তাহলে আঞ্চলিক দলের সাহায্য নিয়ে, ২০২৩,শে, ক্ষমতায় আসতে পারে। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মহারাষ্ট্র সফরে দেখা হয়নি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব কাঠরে। তার ছেলে আদিত্য ঠাকুর ও শিবসেনা নেতা ও এম পি শ্রী সঞ্জয় রাউতের সাথে মহারাষ্ট্রে দেখা হয়েছিল এবং বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শিবসেনা পক্ষ থেকে মনে করা হয়েছে আগামী, ২০২৩, শে লোকসভার নির্বাচনে সব মিলিয়ে মেরে কেটে, মোট, ৩৫,যদি, লোকসভার সিট পান তাহলে কেমন করে কেন্দ্রীয় সরকার গঠন করবেন। সেটি নিয়ে প্রশ্ন থেকে যায় । মহারাষ্ট্রের বর্তমান সরকারের মধ্যে ভারতের জাতীয় কংগ্রেস জোট গঠন করে সরকার চালানো হচ্ছে। তাই শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকুর ভেবে চিন্তে এমন মন্তব্য তুলে ধরেন তার মুখপাত্র তে।