ভারতের কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল রাজপথে
৩০ মে, ২০২২, 8:32 AM
৩০ মে, ২০২২, 8:32 AM
ভারতের কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল রাজপথে
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্হি থানার অন্তর্গত ঘোলা মিলন মোড়ে মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে এবং পশ্চিম বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ডাক দেয় মগরাহাট পশ্চিমের যুব তৃনমূল দলের সভাপতি জনাব ইমরান মোল্লা। তিনি অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার একের পর এক জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছেন সেই সাথে ডিজেল ও প্রেট্রোলের মূল্য আকাশ ছোঁয়া যায়গায় পৌঁছে দিয়েছেন। তার সাথে পশ্চিম বাংলার বর্ধিত পাওনা টাকা রাজ্যের হাতে না দেওয়ার কারণে পশ্চিম বাংলার উন্নয়ন কে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করছেন। কিন্তু শত বাধা সত্ত্বেও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে বন্ধ করতে না পারার কারণে বিভিন্ন অজুহাতে পশ্চিম বাংলার তৃনমূল দলের নেতা ও নেত্রীদের এবং পশ্চিম বাংলার মন্ত্রীদের বিরুদ্ধে সি বি আই এবং ইডি কে কাজে লাগিয়ে ভয় দেখাতে চাইছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাবার পাত্র নয়। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ও বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখবেন বিজেপি কে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থেকে না সরানো পযন্ত। আজকের এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম তৃনমূল দলের নেত্রী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শ্রীমতী সঙ্গীতা হালদার ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা ও উত্তর কুসুম অঞ্চল প্রধান জনাব কুতুবউদ্দিন লস্কর এবং উত্তর কুসুম অঞ্চলের তৃনমূল দলের অন্যতম নেতা ও পঞ্চায়েত সদস্য জনাব কামাল উদ্দিন হালদার এবং দক্ষিণ চব্বিশ পরগনা লিগ্যাল সেলের সদস্য এবং আইনজীবী মিকাইল মোল্লা ও মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের মাইনরিটি সেলের কার্যকারি সভাপতি তৌফিক মোল্লা ও তৃনমূল দলের অন্যতম নেতা জাকির হোসেন মোল্লা ও জনাব বর জাহান মোল্লা সহ মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলের ব্লক ও অঞ্চল তৃনমূল দলের নেতৃত্ব।এই সভাটি পরিচালনা করতে সাহায্য করেন মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা কাজী ইন্তিয়াজুল ওরফে টকি কাজী।