ভারতের কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নিতীর প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে গান্ধী মুর্তির পদদেশে জাতীয় কংগ্রেসের সদস্যরা
০২ ডিসেম্বর, ২০২১, 8:21 PM
০২ ডিসেম্বর, ২০২১, 8:21 PM
ভারতের কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নিতীর প্রতিবাদে পার্লামেন্ট ভবনের সামনে গান্ধী মুর্তির পদদেশে জাতীয় কংগ্রেসের সদস্যরা
আজ ভারতের পার্লামেন্টের, ১২,জন, সদস্যকে সাসপেন্ড তুলে নেবার দাবিতে লোকসভা ও রাজ্যেসভায় তুমুল প্রতিবাদ করেন ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যরা । ভারতের কৃষক বিরোধী বিল ও অন্যান্য বিলের বিরোধীতায় পার্লামেন্ট অধ্যাপকের সামনে ওয়ালে নেমে প্রতিবাদ জানান ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী ও ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও এম পি শ্রী রাহুল গান্ধী ও রাজ্যে সভার বিরোধী দলের নেতা শ্রী মল্লিকার্জুন খাগরে সহ বারোটি দলের পার্লামেন্টের সদস্যরা। শুধু ভারতের জাতীয় কংগ্রেসের সদস্যদের লোকসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করে নি। সাসপেন্ড করে দেওয়া হয়েছে তৃনমূল দলের সদস্য শ্রীমতী দোলা সেন কেও। তাদের সাসপেন্ড তোলার দাবি করেন লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লার কাছে এবং রাজ্যে সভার চেয়ারম্যান ও ভারতের উপরাষ্ট্রপতি শ্রী ভেঙ্কটেশ নাইডুর কাছে। কিন্তু তাদের কথায় কান না দেওয়াতে আজ পার্লামেন্ট ভবনের সামনে গান্ধী মুর্তির পদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন।