ভারতের এ এস টিফের হাতে ধরা পড়েছে কলকাতা থেকে বাংলাদেশের মানবপাচার কারী মুহফিজুর
১৩ ডিসেম্বর, ২০২১, 7:55 PM
১৩ ডিসেম্বর, ২০২১, 7:55 PM
ভারতের এ এস টিফের হাতে ধরা পড়েছে কলকাতা থেকে বাংলাদেশের মানবপাচার কারী মুহফিজুর
দীর্ঘদিন ধরে ভারতের মাটি কে ব্যবহার করে এশিয়া ও ইউরোপের এবং আমিরাতের বিভিন্ন যায়গায় মানব পাচার চালিয়ে যাচ্ছিল বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার যুবক জনাব মাহফুজুর রহমান। আজ ভারতের উত্তর প্রদেশের এ এস টি এফের স্পেশাল ফোর্সেস ও কলকাতা পুলিশের গোয়েন্দা পুলিশ যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান চালিয়ে কলকাতার আনন্দ পুর এলাকায় গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। এবং তার সাথে আরও, ১৭,জন, বাংলাদেশের নাগরিক কে গ্রেফতার করা হয়েছে অবৈধভাবে ভারতের মধ্যে প্রবেশ করার জন্য। মূল অভিযুক্ত বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা মাহফুজুর রহমান যে বাংলাদেশ থেকে চোরা পথে মানুষ ও মহিলা এনে ভারত থেকে বিভিন্ন দেশে পাচার করতেন তার প্রমাণ ভারতের গোয়েন্দা সংস্থা পেয়েছে। এই ব্যাক্তি ভারতের মাটি ব্যবহার করে ভারতের প্রতিবেশী দেশ নেপাল ও ভূটান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ভারতের বাইরে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে মানুষ পাচার করতেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। এই ব্যাক্তি র বিরুদ্ধে ভারতের উত্তর প্রদেশের এ এস টি এফের স্পেশাল ফোর্সেস মানবপাচার কারী হিসেবে, ৩৭০/৪১৯/৪২০, ধারা দিয়ে মামলা দায়ের করেন। এবং এদের সাথে বাংলাদেশের কোন জঙ্গি সংগঠন যোগাযোগ আছে কি না তার জন্য ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের সাথে যোগাযোগ করছেন। তবে এদের মধ্যে কেউ বাংলাদেশের হুজি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কিনা তা খেতিয়ে দেখতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা র সঙ্গে যোগাযোগ করছেন। তবে এরা পশ্চিম বাংলার কলকাতা পৌরসভার নির্বাচনের আগে কেন কলকাতার আনন্দ পুরের গুলশান এলাকা কে ব্যবহার করতে চাইলো তা খেতিয়ে দেখছেন এ এস টি এফের স্পেশাল ফোর্সেস সদস্যরা।