ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে ইউ পি এ জোটের প্রার্থী হিসেবে মনোনীত মারগ্রেট আলভা
১৮ জুলাই, ২০২২, 3:06 PM
১৮ জুলাই, ২০২২, 3:06 PM
ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে ইউ পি এ জোটের প্রার্থী হিসেবে মনোনীত মারগ্রেট আলভা
ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রবীণ রাজনীতিবিদ ও ভারতের জাতীয় কংগ্রেসের নেত্রী এবং সাবেক ভারতের মন্ত্রী ও গভর্নর শ্রীমতী মারগ্রেট আলভা কে ইউ পি এ সমর্থন করে মনোনীত করার জন্য নাম ঘোষণা করেন প্রবীণ সাংবাদিক ও সাবেক ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং এন সি পি দলের সভাপতি শারদ পাওয়ার। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন এন ডি এ সমর্থনে পশ্চিম বাংলার রাজ্যপাল জগদীশ ধনখড় ও ইউ পি এ সমর্থনে ভারতের জাতীয় কংগ্রেসের নেত্রী মারগ্রেট আলভা । তবে রাজ্যসভার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভারতের রাজনৈতিকবিদরা। কারণ হিসেবে এই মুহূর্তে ইউ পি এ জোটের সদস্য হিসেবে মোট ১৭,টি, দলের সমর্থন রয়েছে এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন থাকবে এটি বলার অপেক্ষা করে না। এই ভোটে ভারতের উচ্চকক্ষের সদস্যরা ভোট দিয়ে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন করেন। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে কাজ করছেন ভেঙ্কটেশ্বর নাইডু। তার যায়গায় আসবেন নতুন ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে।