ভাটিপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ে তুলবো: মাহমুদুল হাসান চৌধুরী
২১ ডিসেম্বর, ২০২১, 10:15 AM
২১ ডিসেম্বর, ২০২১, 10:15 AM
ভাটিপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ে তুলবো: মাহমুদুল হাসান চৌধুরী
সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ বলেছেন, নৌকা উন্নয়ন অগ্রগতির প্রতীক। নৌকা স্বাধীনতার প্রতীক। নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক। নৌকা জাতির জনক শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনার প্রতীক। নৌকা এদেশের আপামর গণমানুষের প্রতীক। ইউনিয়নের চাতলপাড় ও সুতারগাঁও গ্রামের উঠান বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ ভোটারদের উদ্দেশ্যে বলেন, উন্নয়নের সরকার আওয়ামী লীগের সরকার। তাই ভাটিপাড়া ইউনিয়নে কাঙ্খিত উন্নয়ন পেতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করুন। শেখ হাসিনার সরকার আপনাদের উপযুক্ত প্রতিদান দিবেন।
তিনি বলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আমার কৈশোর, যৌবন কাটিয়েছি আওয়ামী লীগের সাথে। জীবনভর মানুষের সুখে দুঃখে, এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে আমি মানুষের পাশে ছিলাম।
মাহমুদুল হাসান বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই উন্নয়নে অংশীদার হওয়ার জন্য স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রতিনিধি থাকা আবশ্যক। আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ সরকারের কাছ থেকে আমার ইউনিয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আসবো। আমার প্রাণপ্রিয় ইউনিয়নবাসী আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে নির্বাচিত করলে ভাটিপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন গড়ে তুলবো। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ।