বিহারের গয়াতে মাওবাদীর আক্রমণে একই পরিবারের চার সদস্যকে খুন
১৪ নভেম্বর, ২০২১, 7:25 PM
১৪ নভেম্বর, ২০২১, 7:25 PM
বিহারের গয়াতে মাওবাদীর আক্রমণে একই পরিবারের চার সদস্যকে খুন
গভীর রাতে ভারতের বিহারের গয়া জেলার মাউন বারের কাছে ভয়াবহ মাওবাদী কমিউনিস্ট সেন্টারের আক্রমণে নিহত হন একই পরিবারের চার সদস্য। এদের মধ্যে দুই জন মহিলা আছে। মৃত ব্যক্তিরা হলেন, শ্রী সত্যোন কুমার ও শ্রী মহেন্দ্র সিং শ্রীমতী মনোরমা দেবী এবং শ্রীমতী সুনিতা দেবী। ঘটনার স্হানে পৌঁছে গেছেন গয়া জেলার এস এস পি শ্রী আদিত্য কুমার আই পি এস। তিনি জানান গতবছর মাওবাদী সন্দেহ এই পরিবারের হাতে চার মাওবাদী সদস্য কে বিষ খাইয়ে মৃত্যু দিয়েছিল। তার বদলা নিতে এই খুন বলে মনে করেন পুলিশ সুপার। সেই সঙ্গে মৃত পরিবারের বাড়িতে ডেনামাইট ও ল্যান্ডমআইন্ড বিস্ফোরণে উঠিয়ে দিয়েছেন। এবং মৃতদের ভাঙা দেওয়ালে টাঙ্গিয়ে রেখে যান এবং লিখেছেন যে তাদের কমরেডদের মৃত্যু র বদলা খুন করা হয়েছে। যদি কেউ মাওবাদীদের বিরুদ্ধে এমন কাজ করে তার পরিনাম ভয়াবহ হবে। তবে গয়ার পুলিশ সুপার শ্রী আদিত্য কুমার আই পি এস জানান যে, মাওবাদীরা যে খুনের কাহিনী বলে এদের কে মেরেছে তা ঠিক নয়। মাওবাদীদের মৃত্যু হয় পুলিশের গুলিতে এবং এনকাউন্টারে।তবে বহু মাওবাদীরা এই হামলায় যোগ দেন বলে মনে করা হয়েছে।।