ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ করে বিএনপির জনসভাবেশ করার অনুমতি প্রদান করেন প্রধান শিক্ষক অভিযোগ দায়ের

#

সামিয়ান তাজুল সুনামগঞ্জঃ

০৫ সেপ্টেম্বর, ২০২২,  7:59 PM

news image

অদ্য ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে বিশ্বম্ভপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ নিজ ক্ষমতা বলে স্কুল বন্ধ রেখে রাজনৈতিক সংগঠন বিএনপিকে জনসমাবেশের করার অনুমতি প্রদান করেন। 

এ বিষয়ে বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর  লিখিত অভিযোগ করেন  স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. রুকন মিয়া। লিখিত অভিযোগে মো. রুকুন মিয়া বলেন ৫ সেপ্টেম্বর ২০২২  রোজ সোমবার সরকারি কোন বন্ধ না থাকা সত্বেও বিশ্বম্ভপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশীদ বিদ্যালয় বন্ধ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য বিএনপির জনসমাবেশ করার অনুমতি দিয়েছে। 


বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ  জানান লিখিত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর জানানো হয়েছে। তিনি আরো বলেন, স্কুল বন্ধ রেখে রাজনৈতিক জনসমাবেশ করার জন্য  অনুমতি দেওয়ার কোন এখতিয়ার প্রধান শিক্ষকের নেই। তদন্ত সাপেক্ষে স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশীদ কে শোকজসহ বিভাগীয় ব্যবস্তা গ্রহণ  করা হতে পারে।

 

অভিযোগের বিষয়ে বিশ্বম্ভপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদের  নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বার বন্ধ পাওয়া যায়। 


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি