বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ করে বিএনপির জনসভাবেশ করার অনুমতি প্রদান করেন প্রধান শিক্ষক অভিযোগ দায়ের
সামিয়ান তাজুল সুনামগঞ্জঃ
০৫ সেপ্টেম্বর, ২০২২, 7:59 PM
সামিয়ান তাজুল সুনামগঞ্জঃ
০৫ সেপ্টেম্বর, ২০২২, 7:59 PM
বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ করে বিএনপির জনসভাবেশ করার অনুমতি প্রদান করেন প্রধান শিক্ষক অভিযোগ দায়ের
অদ্য ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে বিশ্বম্ভপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ নিজ ক্ষমতা বলে স্কুল বন্ধ রেখে রাজনৈতিক সংগঠন বিএনপিকে জনসমাবেশের করার অনুমতি প্রদান করেন।
এ বিষয়ে বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. রুকন মিয়া। লিখিত অভিযোগে মো. রুকুন মিয়া বলেন ৫ সেপ্টেম্বর ২০২২ রোজ সোমবার সরকারি কোন বন্ধ না থাকা সত্বেও বিশ্বম্ভপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশীদ বিদ্যালয় বন্ধ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য বিএনপির জনসমাবেশ করার অনুমতি দিয়েছে।
বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউর রহিম জাদিদ জানান লিখিত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর জানানো হয়েছে। তিনি আরো বলেন, স্কুল বন্ধ রেখে রাজনৈতিক জনসমাবেশ করার জন্য অনুমতি দেওয়ার কোন এখতিয়ার প্রধান শিক্ষকের নেই। তদন্ত সাপেক্ষে স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনর রশীদ কে শোকজসহ বিভাগীয় ব্যবস্তা গ্রহণ করা হতে পারে।
অভিযোগের বিষয়ে বিশ্বম্ভপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদের নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বার বন্ধ পাওয়া যায়।