ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বিশ্বনাথে দলীয় নেতাকর্মীদের সাথে শফিক চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

১২ জুলাই, ২০২২,  5:14 PM

news image

বিশ্বনাথ প্রতিনিধি : প্রতিবারের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সোমবার (১১ জুলাই) বিকেলে পৌর শহরস্থ আওয়ামী লীগের দলীয় অস্থায়ী কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এর পূর্বে তিনি নিজ বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনদের কবর জিয়ারতের করে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা ও এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, মাসখানের ব্যবধানে দুবার বন্যায় বিশ্বনাথ কবলিত হওয়ার পরও আমরা শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পেরেছি। ঈদের পূর্বের সরকারের পাশাপাশি উপজেলা ও পৌর এলাকার বন্যার্তদের মাঝে নিজের ব্যক্তিগত তহবিল ও দলীয় নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে এবং প্রবাসীদের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। সর্বোপুরী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী থাকলে বাঙালী জাতি নিজেদের প্রাপ্য অধিকার নিয়ে শান্তিতে ধর্মীয় উৎসবগুলো পালনের পাশাপাশি বসবাস করতে পারবেন।


সভায় বক্তারা বলেন, শফিক চৌধুরী ২০০৯-১৪ সাল পর্যন্ত ওই এলাকার এমপি থাকাকালীন সময়ই এলাকার উন্নয়নের স্বর্ণযোগ। পর পর দুবার সরকার দলীয় এমপি না থাকায় বিশ্বনাথ-ওসমানীনগর উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে পড়েছে। তাই আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য শফিক চৌধুরীকে নৌকার মাঝি হিসেবে নির্বাচিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য মকদ্দুছ আলী, শেখ আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য ফিরোজ খান।


অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি