বিনা অপরাধে এক ব্রিটিশ নাগরিক কে তিহার জেলে বন্দী রাখার কড়া নিন্দা করে মুক্তি দিতে নির্দেশ আন্তর্জাতিক জাতিসংঘের
১০ মে, ২০২২, 4:26 PM
১০ মে, ২০২২, 4:26 PM
বিনা অপরাধে এক ব্রিটিশ নাগরিক কে তিহার জেলে বন্দী রাখার কড়া নিন্দা করে মুক্তি দিতে নির্দেশ আন্তর্জাতিক জাতিসংঘের
ভারতের সাবেক ব্রিগেডিয়ার শ্রী জগদীশ গগনের খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ভারতের পাঞ্জাব রাজ্যে পুলিশ জলন্ধর থেকে এক ব্রিটিশ নাগরিক কে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম শ্রী জগতার সিঙ অরফে জাগ্গি জোহাল । গত ২০১৭র, ৪,নভেন্বর, তাকে পাঞ্জাব প্রদেশের জলন্ধর থেকে গ্রেপ্তার করে দিল্লির তিহার জেলে পাঠানো হয়। কিন্তু তার বিরুদ্ধে একটি প্রমাণ পাওয়া যায় নি আজ পর্যন্ত। এই ব্রিটিশ নাগরিক কে বেআইনি ভাবে ভারতের জেলে বন্দী রাখার ঘটনায় নড়েচড়ে বসে ব্রিটিশ সরকার। তারা ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক জাতিসংঘে বিচার জানান। এর পর ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক জাতিসংঘ তিব্র ভাষায় প্রতিবাদ জানান এবং অবিলম্বে জগদার সিঙ কে মুক্তি দিতে নির্দেশ দেন। যখন জগতার সিঙ কে গ্রেপ্তার করা হয় ঠিক তার এক বছর আগে বিবাহ করেন। দীর্ঘদিন জেলে বেআইনি ভাবে বন্দী রাখার ঘটনায় ভারতের অবস্থান কে নিন্দা করে আন্তর্জাতিক জাতিসংঘ।