বিজন মন্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উজিরপুর ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২১, 1:33 AM
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২১, 1:33 AM
বিজন মন্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উজিরপুর ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল
তালহা জাহিদ, উজিরপুর:
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হারতা ইউনিয়ন কমিটির সদস্য ও হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৫ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী কমরেড বিজন মন্ডলের উপর অতর্কিত সন্রাসী হামলার প্রতিবাদে আজ শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির উদ্যোগে উজিরপুর বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেস অনুষ্ঠিত হয়। মিছিল উত্তর উপজেলা পার্টির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড শেখ মোঃ টিপু সুলতান, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড মোজাম্মেল হক ফিরোজ, উপজেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, ছাত্রমৈত্রী’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অতুলন দাশ আলো, সহসভাপতি সুজন আহমেদ, উপজেলা পার্টির নেতা কমরেড এইচ এম হারুন, কমরেড মন্জুর আলম,কমরেড বিমল চন্দ্র করাতী প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে কমরেড বিজন মন্ডলের উপর হামলাকারী সন্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। বক্তারা আরও বলেন ২৮ নভেম্বর হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজন মন্ডল একজন জনপ্রিয় সদস্য পদপ্রার্থী তাকে নির্বাচন থেকে দূরে রাখতে এই হামলা চালানো হয়েছে। বিজন মন্ডল যাতে এই নির্বাচনে নির্ভয়ে অংশগ্রহণ করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।