ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শিল্প খাতে এআই-এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচন নিয়ে ছলচতুরি যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায়

বাড়ির উঠান পরিষ্কার রাখতে না পারায় যুক্তরাষ্ট্রে ক্যানসার আক্রান্ত বাংলাদেশিকে জরিমানা

#

২২ জানুয়ারি, ২০২২,  7:01 PM

news image

ক্যানসারে আক্রান্ত এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক বাড়ির উঠান পরিষ্কার রাখতে না পারায় যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী একজন বিচারক তাকে জরিমানা করেছেন। একই সঙ্গে তীব্র ভর্ৎসনা করে ওই বাংলাদেশিকে সম্ভব হলে জেলও দিতেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ৩১তম জেলা বিচারক অ্যালেক্সিস জি. ক্রোট।


বাংলাদেশি বংশোদ্ভূত ওই মার্কিন নাগরিকের নাম বুরহান চৌধুরী। ৭২ বছর বয়সী এই বাংলাদেশি গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। তবে ওই বাংলাদেশি শারীরিকভাবে অত্যধিক দুর্বল হয়ে পড়ায় বাড়ির উঠান পরিষ্কার করতে পারেন নাই বলে জানালেও তা কর্ণপাত করেননি বিচারক। বরং তীব্র ভর্ৎসনা করে তিনি বলেছেন, বাড়ির উঠান পরিষ্কার করতে না পারায় ‌‘তার লজ্জিত’ হওয়া উচিত।মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েটের হ্যামট্রামকে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত বুরহান চৌধুরী তিন বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। শারীরিক দুর্বলতা এবং ছেলে শিব্বির চৌধুরী (২৬) কয়েক মাসের জন্য বাংলাদেশে চলে আসায় বাড়ির আঙিনা পরিষ্কার এবং সম্পত্তির দেখভাল করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল।শারীরিক এমন ভঙ্গুর অবস্থাতেও তার প্রতি কোনও ধরনের সহানুভূতি প্রদর্শন করেননি যুক্তরাষ্ট্রের ৩১তম জেলা জজ অ্যালেক্সিস জি. ক্রোট। জুমে অনলাইন শুনানির সময় চৌধুরীকে উদ্দেশ্য করে বিচারক ক্রোট বলেন, ‌‘আপনার নিজের জন্য লজ্জিত হওয়া উচিত।’ 


জেলা জজের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহস্পতিবার সকালের দিকে ছড়িয়ে পড়ে। শনিবার এই প্রতিবেদন  লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) সেই ভিডিও টুইটারে দেখেছেন প্রায় এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ। শুনানির সময় বিচারককে বলতে শোনা যায়, ‘আপনার বাড়ি পরিষ্কার না রাখার জন্য আমি পারলে জেল দিতাম।’


বাড়ি রক্ষণাবেক্ষণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিককে ১০০ ডলার জরিমানা করেন বিচারক ক্রোট। তবে জরিমানার সময় বুরহান চৌধুরী ‘খুব অসুস্থ’ ছিলেন বললেও জবাবে বিচারক ক্রোট বলেন, ‘সম্পত্তির দেখভাল করতে না পারার অক্ষমতা একেবারে অমার্জনীয়।’

 

অনলাইনে মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন বুরহান চৌধুরীর ছেলে শিব্বির (২৬)। বাবার পক্ষে সেই সময় তিনি বিচারক ক্রোটকে বলেছিলেন, ক্যানসারের চিকিৎসা তার বাবাকে একেবারে দুর্বল করে ফেলেছে। যে কারণে তিনি বাড়ির উঠানের আগাছা পরিষ্কার করতে পারেননি।বছরের পর বছর ধরে অসুস্থ বাবাকে পাশে থেকে সাহায্য করেছিলেন শিব্বির। গত ২ আগস্ট বুরহান চৌধুরীকে তার বাড়ির উঠানের আগাছা পরিষ্কারের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। সেই সময় শিব্বির বাংলাদেশে অবস্থান করছিলেন। শিব্বির প্রায় তিন মাস ধরে বাংলাদেশে থাকায় ডেট্রয়েটের হ্যামট্রামকের বাড়ির উঠানের আগাছা বাড়লেও তা পরিষ্কার করতে পারেননি তার বাবা বুরহান চৌধুরী।


তবে বয়স্ক এই বাংলাদেশিকে জরিমানা করায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের হাজার হাজার প্রবাসী বিচারক ক্রোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অনেকেই তাকে ‘অভিবাসীবিরোধী’ আখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে চেঞ্জ ডট ওআরজিতে অনলাইন আবেদন করেছেন। এই আবেদনে প্রায় ১০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন; যারা বিচারক ক্রোটের অপসারণ দাবি করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি