বারুইপুর থানার আই সি র তৎপরতায় পাকড়াও দুই মোবাইল ছিনতাই বাজ
০৪ জানুয়ারি, ২০২২, 8:56 PM
০৪ জানুয়ারি, ২০২২, 8:56 PM
বারুইপুর থানার আই সি র তৎপরতায় পাকড়াও দুই মোবাইল ছিনতাই বাজ
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর থানা এলাকায় দীর্ঘদিন ধরে পথচারী এবং বাজার করতে আসা মানুষের মধ্যে মোবাইল ছিনতাই করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা সামনে আসতে শুরু করে। এবং এই নিয়ে বহু মানুষ বারুইপুর থানায় অভিযোগ করেন। অবশেষে বারুইপুর জেলা পুলিশের দক্ষ পুলিশ সুপার শ্রী ভৈরব তেওয়ারীর নির্দেশে বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায় ও এবং তার সমকামীদের নিয়ে ওৎ পেতে ধরে ফেলেন দুই মোটরসাইকেল মোবাইল ছিনতাই বাজ কে। ধৃত ব্যাক্তিদের নাম শ্রী অভিজিৎ পাল ও রহিত খান। ধৃত ব্যাক্তিরা দীর্ঘদিন ধরে বারুইপুর থানার রাস্তাঘাটে মোটরসাইকেল নিয়ে মোবাইল ছিনতাই করে বেড়া ছিলেন। এবং রাস্তায় পথ চলিত মানুষ ও বারুইপুর থানার অন্তর্গত বিভিন্ন বাজারে আসা মানুষ জনের কাছ থেকে মোবাইল ছিনতাই করে বাইকে করে চম্পট দিতে থাকেন। অবশেষে বারুইপুর থানার আই সি র জালে ধরা পড়ে যায়। ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও সিম কার্ড সব বহু গুরুত্বপূর্ণ কাগজ পত্র উদ্ধার করে। ধৃত ব্যক্তিদের বারুইপুর জেলা আদালতে তোলা হবে। এবং পুলিশের রিমান্ডে নেওয়ার জন্য রিট আবেদন করবেন বলে জানা গেছে জেলা পুলিশের সূত্রে।