বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে শিশু শ্রমিক বিরোধীর্্যালী
১৩ জুন, ২০২২, 8:12 PM
১৩ জুন, ২০২২, 8:12 PM
বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে শিশু শ্রমিক বিরোধীর্্যালী
বিশ্ব শিশু দিবস উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি শিশু শ্রমিক বিরোধী র্্যালী বের করা হয়। বারুইপুর জেলা পুলিশের ঘুটিয়া শরিফ আর ও পি র পুলিশ অফিসার ফারুক হোসেন এর নেতৃত্বে এই র্্যালী বের করা হয়েছে। এই র্্যালী তে যোগ দেয় শ্রীনি এবং শিশু শ্রমিকদের উপর কাজ করা বিভিন্ন এন জি ও রা। এদের সাথে যোগ দেন বারুইপুর জেলা পুলিশের অধীনে বিভিন্ন ইস্কুলের ছোট ছোট কচিকাঁচা ছাত্র ও ছাত্রীরা। শিশু শ্রমিক রুখতে বিভিন্ন ব্যানার ও প্লাকউড ছাপা শ্লোগান লেখা ব্যানার দেখতে পাওয়া যায়। সারা বিশ্বের বিভিন্ন দেশের শিশু শ্রমিক দের জোরপূর্বক শ্রম করানো হচ্ছে এমন দৃশ্য দেখাতে হবে। শিশু শ্রমিক নির্যাতন বন্ধ করতে তারা সরকারের কাছে দাবি জানান।