বারুইপুর জেলা পুলিশের তৎপরতায় আন্তর্জাতিক প্রতরণা চক্রে হানা, গ্রেপ্তার ৮ আসামি
২৪ জুন, ২০২২, 10:22 PM
২৪ জুন, ২০২২, 10:22 PM
বারুইপুর জেলা পুলিশের তৎপরতায় আন্তর্জাতিক প্রতরণা চক্রে হানা, গ্রেপ্তার ৮ আসামি
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে সোনাপুর থানা এলাকায় গড়িয়া ও কালি তলা এবং গড়িয়া রথ তলা এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণে বেআইনি কল সেন্টার থেকে প্রায় ২,টি, মডেম এবং ২,টি, রাইটার, একটি সুইস, একটি হাডডিক্স, নয়টি মোবাইল ফোন এবং অফিস হাজিরা ও রেজিস্ট্রেশন খাতা ও ৩৫৫৬৪০০,টাকা, সহ কপিরাইটার জব্দ করে বারুইপুর জেলা পুলিশের টিম। গোপন সূত্র খবর পেয়ে এদিন বারুইপুর জেলা পুলিশের অধীনে সোনারপুর এলাকা থেকে মোট আটজন ভূয়া কল সেন্টারের মালিক সহ আট জন আসামিকে ধরে ফেলে। এদের কাজ ছিল কল সেন্টার নাম করে আন্তর্জাতিক মহলে ভি আই পি দের সাথে যোগাযোগ করে বিপুল পরিমাণে টাকা হাতানো। এমন একটি ঘটনা নজরে আসে বারুইপুর জেলা পুলিশের। প্রবাশি ইউ এস এ ও কানাডার ভিআইপি নাগরিক সাথে প্রতরণা করতে গিয়ে এই চক্রের কথা পুলিশের কাছে আসে। তাই কালবিলম্ব না করে বারুইপুর জেলা পুলিশের বিশেষ টিম হানা দেয় এই সব এলাকায়। এবং হাতে নাতে ধরা পড়ে যায় আসামমিরা। তাদের কে বারুইপুর জেলা পুলিশের আদালতে তোলা হবে এবং তাদের সাথে কারা কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করবেন। এদিন বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার শ্রীমতী পুস্পা দেবী আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের জোনাল সাহেব ইন্দ্রজিৎ বসু আই পি এস এবং বারুইপুর জেলা পুলিশের সদর সাহেব এবং সোনারপুর থানার আই সি ও নরেন্দ্র পুর থানার আই সি রিকভারি জব্দ মাল পত্র মিডিয়ার সামনে তুলে ধরেন।