ঢাকা ১২ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
শতাধিক আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্যম মঞ্চ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে ১কোটি ২৪ লাখ টাকা জরিমানা: ১১টির কার্যক্রম বন্ধ এবং ১৫ টি বন্ধের নির্দেশ ড্যাপ-ফারে ক্ষতিগ্রস্ত ঢাকার দেড় লক্ষাধিক ভূমি মালিক দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ডিপো মালিকদের মতবিনিময় গ্রিন লাইন পরিবহনের অপেশাদার আচরণ, মধ্যরাতে ভোগান্তিতে প্রবাসী গ্রিন লাইন পরিবহনের অপেগ্রিন লাইন পরিবহনের অপেশাদার আচরণ, মধ্যরাতে ভোগান্তিতে প্রবাসীশাদার আচরণ, মধ্যরাতে ভোগান্তিতে প্রবাসী ওয়াটসঅন অ্যাওয়ার্ডস ও আইটি সার্টিফিকেশন ২০২৫ বসুন্ধরা আই হসপিটালের সহায়তায় চিকিৎসা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ৬ শতাধিক মানুষ আজ তাহমিদের পঞ্চম তম জন্মদিন

বারুইপুর আই সি র তৎপরতায় উদ্ধার চুরি যাওয়া ছয় লাখ টাকার সামগ্রী

#

০২ এপ্রিল, ২০২২,  5:18 PM

news image

গত ২৬,শে, মার্চ, বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর থানার অন্তর্গত মল্লিক পুর এলাকায় দিন দুপুরে ফাকা বাড়ি থেকে প্রায় ছয় লক্ষ টাকার সোনার ও রুপোর অলঙ্কার সহ দামি দামি জিনিস পত্র চুরি করে পালিয়ে যায় মথুরাপুর থানা এলাকার বাসিন্দা মুন্নি খাতুন। এই ঘটনার পর বাড়ির মালিক বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর নতুন পুলিশ ফাড়িতে অভিযোগ করেন। তদন্তে নামেন বারুইপুর থানার পুলিশ অফিসাররা। বহু কাঠখড় পুড়িয়ে চুরি যাওয়া মালের ও চোরের হাদিস পায়। বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায়ের নির্দেশ মেনে সূদুর বারুইপুর জেলা পুলিশের অধীনে রায়দিঘি থানা এলাকা থেকে মুন্নি খাতুন নামে মূল চোর কে গ্রেফতার করে পুলিশ। এবং ধৃত মুন্নি খাতুনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ছয় লাখ টাকার জিনিস পত্র ও টাকা পয়সা। ধৃত মুন্নি খাতুন কে বারুইপুর জেলা দায়রা আদালতে তোলা হয় এবং ধৃত মুন্নি খাতুন কে বারুইপুর থানা পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। এই ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেন বারুইপুর থানার আই সি শ্রী দেবপ্রসাদ রায়।।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি