বরিশালের বানারীপাড়ায় জনমতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন প্রশাসন, নৌকার জয়লাভ
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২১, 8:17 PM
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২১, 8:17 PM
বরিশালের বানারীপাড়ায় জনমতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন প্রশাসন, নৌকার জয়লাভ
তালহা জাহিদ বরিশালঃ
বরিশাল জেলায় বানারীপাড়ার ৩নং সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ ১১ নভেম্বর ২য় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বিগ্নে ও সতস্ফুর্ত ভাবে নারী ও পুরুষ ভোটার উপস্থিতি ছিলো দেখারমতো। নির্বাচন কমিশনের ব্যাপক নজরদারিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন এর নেতৃত্বে থানা পুলিশের উপস্থিতি ও অবস্থান ছিলো দেখার মতো। এছাড়াও থানা পুলিশের পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উপস্থিত ছিলেন পর্যাপ্ত র্যার-৮ সদস্য, বিজিবি, ডিবি, গোয়েন্দা সংস্থা, আনসার সদস্য'সহ প্রমূখ। শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ও বিশৃঙ্খলা ঘটনার খবর পাওয়া যায়নি।
শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে ফলাফলে সূত্র মতে জানা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা বিপুল ভোটে অঘোষিত ভাবে জয়লাভ করেন।