বঙ্গোপসাগরের উপর গভীর নিন্ম চাপ এগিয়ে আসছে বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায়
১৯ আগস্ট, ২০২২, 8:49 PM
১৯ আগস্ট, ২০২২, 8:49 PM
বঙ্গোপসাগরের উপর গভীর নিন্ম চাপ এগিয়ে আসছে বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায়
আজ ভারতের বঙ্গোপসাগরের তীরে গভীর নিন্ম চাপ ঘনিভূত হয়ে শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে ধেয়ে আসছে বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকায়। এর প্রভাব ফেলতে পারে উড়িষ্যা রাজ্যের বালেশ্বর ও ঝাড়খণ্ড রাজ্য ও পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশতম পরগনা জেলার সুন্দর বন এলাকায়। এরমধ্যে রয়েছে সাগর নামখানা কাকদ্বীপ ও ডায়মন্ডহারবার এবং পূর্ব মেদিনীপুর জেলা ও গভীর সুন্দর বন বিভাগের বিভিন্ন যায়গায়। বর্তমানে এই গভীর নিন্ম চাপ রয়েছে বঙ্গোপসাগরের উপকূল থেকে ১৪৭কিলোমিটার, দূরে অবস্থিত এবং উড়িষ্যা রাজ্যের বালেশ্বর থেকে প্রায় ৮৯,কিলোমিটার, দূরে অবস্থিত। এই নিন্ম চাপ সাথে যুক্ত হয়েছে ঝড়ো হাওয়া যায় গতিবেগ ঘন্টায় প্রায় ৭৫থেকে, ১৩৫কিলোমিটার, বেগে। আলিপুর আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক জানান এর প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন যায়গায় নদী বাধের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। সাথে সাথে গভীর সমুদ্র বন্দর থেকে মাছ ধরাতে যাওয়া ধীবরের বিরত থাকতে বলা হয়েছে। এবং প্রকৃতির বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নদী বন্দর এলাকা থেকে সাধারণ মানুষ কে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশ এবং সুন্দর বন জেলা পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই গভীর নিন্ম চাপ এর গতিবিধি র, উপর খেয়াল রাখা হয়েছে। প্রশাসন কে সহায়তা করার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে।