বগটুই গনহত্যার তদন্তের সি বি আই এর নিরাপত্তার ভার দেওয়া হল সি আর পি এফ কে
২৭ মার্চ, ২০২২, 11:43 PM
২৭ মার্চ, ২০২২, 11:43 PM
বগটুই গনহত্যার তদন্তের সি বি আই এর নিরাপত্তার ভার দেওয়া হল সি আর পি এফ কে
কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিম বাংলার বীরভূম জেলার বগটুই গ্রামে গনহত্যার ঘটনার তদন্তের জন্য সি বি আই অফিসারদের নিরাপত্তার ভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের হাতে। ইতিমধ্যে সি বি আই বগটুই গনহত্যার তদন্তের ভার গ্রহণ করে তদন্ত শুরু করে দিয়েছে। সেই সাথে এই গনহত্যার দায়ে মোট ১১,জন, কে সি বি আই এর হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এবং এই ঘটনার সাথে যুক্ত মোট ২১,জনের, নামে এফ আই আর দায়ের করা হয়েছে সি বি আই এর পক্ষ থেকে। সেই সাথে ধৃত ব্যক্তিদের কে আগামী ৬ই, এপ্রিল পর্যন্ত সি বি আই হেফাজতে থাকতে হবে। এই ঘটনার সাথে মূল অভিযুক্ত ধৃত আনারুল হোসেন কে এবং আরেক অভিযুক্ত আজাদ সেখ কে গ্রেফতার করে দুই জনের বয়ান নথিভুক্ত করা হচ্ছে। ঘটনার দিন বগটুই গ্রামে গনহত্যার ঘটনার সাথে যুক্ত সোনা সেখের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দা, শাবল, কুড়ুল সহ অন্যান্য জিনিস পত্র। কলকাতা হাইকোর্টের বিচারপতি র নির্দেশ মেনে ইতিমধ্যেই সি বি আই এর একটি টিম ডি আই জি সি বি আই শ্রী অখিলেশ সিঙ আই পি এস নেতৃত্বে আহত ব্যাক্তিদের ঘটনার দিন কি হয়েছিল তা নথিভুক্ত করতে রামপুরহাট জেলা হাসপাতালে পৌঁছে যায়। এই ঘটনা জোতদার তদন্ত শুরু করে দিয়েছে সি বি আই। এই ঘটনার সাথে যুক্ত সীটের তদন্তের কোন দরকার নেই বলে আগেই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রী বাস্তব নেতৃত্বে ডিভিশন বেঞ্চ। এবং এই ঘটনার পূণাঙ্গ তদন্ত রিপোর্ট আগামী ৭ই এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চ এ জমা দিতে বলা হয়েছে সি বি আই কে। এখন পর্যন্ত তদন্ত চলছে।