ফেইসবুক ভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর থ্যাংক্সগিভিং নৈশভোজ পার্টি অনুষ্ঠিত হয়
৩০ নভেম্বর, ২০২১, 11:00 AM
৩০ নভেম্বর, ২০২১, 11:00 AM
ফেইসবুক ভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর থ্যাংক্সগিভিং নৈশভোজ পার্টি অনুষ্ঠিত হয়
গত ২৬ নভেম্বর নিউইয়র্কের কুইন্সের বেলরসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ এইচএসসি ব্যাচের ফেইসবুক ভিত্তিক গ্রুপ সংগঠন ইউএসএ ৯৭-৯৯ এর থ্যাংক্সগিভিং নৈশভোজ পার্টি অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহণ করেন যুক্তরাষ্টের বিভিন্ন অংগ রাজ্য থেকে পরিবার ও পরিজন নিয়ে আসা বিপুল সংখ্যক সদস্য। অনুষ্ঠান জুড়ে পুরোটাই ছিল বাঙালি আড্ডায় ভরপুর। ছিল সম্প্রীতি এবং সৌহার্দের মেলবন্ধন। অনেকদিন পর একে অন্যকে পেয়ে সবাই মেতে উঠেন গল্প কথায় আর আড্ডায়। থ্যাংক্সগিভিং নৈশভোজে অংশ নেয়, যার খাদ্য তালিকার অন্যতম আকর্ষণ হচ্ছে টার্কি রোস্ট। সঙ্গে থাকে হরেক রকমের সাইড ডিশ এবং পাম্পকিন পাইয়ের সঙ্গে আরও মজাদার সব ডেজার্ট। ২০১৯ সালে এ ফেইসবুকভিত্তিক সংগঠন ইউএসএ ৯৭/৯৯ এর এর বর্তমান সদস্য সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন তানভির আতাহারী। তিনি সংগঠনের ইতিহাস এবং তাদের ভবিষৎ পরিকল্পনা নতুন সদস্যদের মাঝে তুলে ধরেন। ক্রমান্বয়ে আরো বক্তব্য রাখেন সংগঠনটি এডমিন জামিল সারোয়ার , শামস শাহরিয়ার এবং কাজী সজীব।অ্যাডমিন জামিল সারওয়ার ভবিষৎতে আরো বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন এর আশাবাদ ব্যাক্ত করেন। অ্যাডমিন শামস শাহরিয়ার সংগঠনটির কিছু নিয়ম নীতির বিষয় নিয়ে কথা বলেন। সংগঠনটির আরেক অ্যাডমিন কাজী সজীব জানান কিভাবেএই সংগঠিনটি বিভিন্ন সময়ে একে অন্যের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসে। ভবিষ্যতে আরো বড় আঙ্গিকে সাহায্যের আশাবাদ ব্যাক্ত করেন।
নৈশভোজ এর পর বরাবর এর মতো এবারের আকর্ষণ ছিল রাফেল ড্র।প্রত্যেক সদস্যকে বিপুল উদ্দীপনার মাঝে রাফেল ড্রতে অংশগ্রহণ করতে দেখা যায়। পরিশেষে সংগঠনটি সদস্য ইফফাত জাহান, শিশু শিল্পী আনা ,নয়ন হোসাইনের, সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষণা করা হয়।