ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাঅষ্টমী পালিত
নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
১৯ আগস্ট, ২০২২, 8:10 PM
নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
১৯ আগস্ট, ২০২২, 8:10 PM
ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাঅষ্টমী পালিত
দুষ্টের দমন আর সৃষ্টের পালন জন্য ভগবান শ্রীকৃষ্ণের স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভাব দিবস আজ। এই আবির্ভাব তিতিকে কে সনাতন ধর্মাবলম্বীরা জন্মাঅষ্টমী হিসেবে পালন করছেন।
সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাঅষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (১৯) আগস্ট নাওডাঙ্গা প্রমোদারন্জন জমিদারবাড়ী মহাচ্চর্না সংঘের উপলক্ষ্যে সকাল নয়টায় নাওডাঙ্গা প্রমোদারন্জন জমিদারবাড়ী থেকে শোভাযাত্রা র্যালী বাহির হয়ে ঠাকুরপাঠ শিমুলবাড়ী বাজার প্রদক্ষীণ করে বালারহাট বাজার হয়ে আবার নাওডাঙ্গা প্রমোদারন্জন জমিদারবাড়ীতে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সভাপতি সুশীল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সাধারণ সম্পাদক রতন কুমার রায়, নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সহ সভাপতি বিনয় কৃষ্ণ রায়,র্যালি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সহ সভাপতি নরেশ চন্দ্র বর্মন,বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র গোস্বামী,নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সদস্য জোতিন্দ্রনার্থ,নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সদস্য সুরেশ চন্দ্র রায় সহ নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের নবীন সদস্যবৃন্দ ও স্থানীয় লোকজন।