ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাঅষ্টমী পালিত

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১৯ আগস্ট, ২০২২,  8:10 PM

news image

দুষ্টের দমন আর সৃষ্টের পালন  জন‍্য ভগবান শ্রীকৃষ্ণের  স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভাব দিবস আজ। এই আবির্ভাব তিতিকে কে সনাতন ধর্মাবলম্বীরা জন্মাঅষ্টমী হিসেবে পালন করছেন।


সারা দেশের ন‍্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে সনাতন  ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাঅষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (১৯) আগস্ট নাওডাঙ্গা প্রমোদারন্জন জমিদারবাড়ী মহাচ্চর্না সংঘের উপলক্ষ্যে  সকাল নয়টায় নাওডাঙ্গা প্রমোদারন্জন জমিদারবাড়ী থেকে শোভাযাত্রা র‍্যালী বাহির হয়ে ঠাকুরপাঠ শিমুলবাড়ী বাজার প্রদক্ষীণ করে বালারহাট বাজার হয়ে আবার নাওডাঙ্গা প্রমোদারন্জন জমিদারবাড়ীতে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সভাপতি  সুশীল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সাধারণ সম্পাদক রতন কুমার রায়, নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সহ সভাপতি  বিনয় কৃষ্ণ রায়,র‍্যালি ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সহ সভাপতি নরেশ চন্দ্র বর্মন,বালারহাট বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র গোস্বামী,নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সদস্য জোতিন্দ্রনার্থ,নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সদস্য সুরেশ চন্দ্র রায় সহ নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের সদস‍্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, নাওডাঙ্গা প্রমোদারন্জন মহাচ্চনা সংঘের নবীন সদস‍্যবৃন্দ ও স্থানীয় লোকজন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি