প্রধানমন্ত্রীকে কুটক্তির প্রতিবাদে তানোরে সেচ্ছাসেবক লীগের বিক্ষোভ!
২৮ জুলাই, ২০২২, 12:02 PM
২৮ জুলাই, ২০২২, 12:02 PM
প্রধানমন্ত্রীকে কুটক্তির প্রতিবাদে তানোরে সেচ্ছাসেবক লীগের বিক্ষোভ!
বাংলাদেশ আওয়ালীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটক্তি কারী রাজশাহী জেলা বিএনপি আহবায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে তানোর থানা মোড়ে তানোর উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আ’লীগের নবনির্বাচিত সভাপতি মাইনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সামসুল আলমের সভাপতিত্ব ও তানোর উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব রামিল হাসান সুইটের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আ’লীগ নবনির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
এছাড়াও মুন্ডমালা পৌর আ’লীগ সাধারণ সম্পাদক আমির উদ্দীন আমিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান, তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা সেচ্ছাসেবকলীগ নেতা-কর্মি ছাড়াও সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ শেষে তানোর গোল্লাপাড়া বাজারস্থ আ’লীগ দলীয় কার্যালয়ে সেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্ম দিন উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত ও কেক কাটা হয়।