পূর্ব বর্ধমান জেলার পুলিশের তৎপরতায় দ্বিতীয় বগটুই হতে বেচে গেল কাটোয়ার শ্রীবাটি গ্রাম
২৮ মার্চ, ২০২২, 1:28 PM
২৮ মার্চ, ২০২২, 1:28 PM
পূর্ব বর্ধমান জেলার পুলিশের তৎপরতায় দ্বিতীয় বগটুই হতে বেচে গেল কাটোয়ার শ্রীবাটি গ্রাম
সময় মতো খবর পেয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার শ্রীবাটি গ্রাম। এদিন একটি জমিজমা নিয়ে একটি গোষ্ঠী অপর একটি গোষ্ঠী র উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটি গ্রামে মারণাস্ত্র নিয়ে তৈরি হয়। কাটোয়া থানার শ্রীবাটি গ্রামে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে তার আগাম খবর গোপন সূত্রে পেয়ে ঘটনার স্হানে হানা দেয় কাটোয়া থানার পুলিশ। পুলিশ দেখে দুস্কৃতিকারীরা দৌড়াতে থাকে। পুলিশ পিছু নেয় এবং হাতে নাতে ধরে ফেলে তিন জন কে। এবং বাকি দুই জন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বন্দুক ও মারণাস্ত্র পাওয়া যায়। আজ ধৃত ব্যক্তিদের কাটোয়া দায়রা আদালতে তোলা হয় এবং ধৃত ব্যক্তিদের মোট ১২,দিনের, জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই ঘটনার সাথে জড়িত ব্যাক্তি রা হলেন কাটোয়া থানার শ্রীবাটি গ্রামে র জামির আলী মন্ডল ও বজলুর রহমান ওরফে কালো এবং সইদুল সেখ প্রত্যকেই এই ঘটনার সাথে জড়িত। তবে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার শ্রীবাটি গ্রামে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করছে কাটোয়া থানার পুলিশ। সেই সাথে দ্বিতীয় বগটুই গনহত্যার মতো ঘটনার হাত থেকে রক্ষা পেল শ্রীবাটি গ্রাম।