পুলিশের বিরুদ্ধে হুমকির জের, মামলা শাসকদলের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে
২৯ ডিসেম্বর, ২০২১, 3:36 PM
২৯ ডিসেম্বর, ২০২১, 3:36 PM
পুলিশের বিরুদ্ধে হুমকির জের, মামলা শাসকদলের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে
পশ্চিম বাংলার সাবেক মন্ত্রী ও বর্তমান মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক জনাব মোঃ হুমায়ুন কবির নামে মামলা দায়ের করেন ভরতপুর থানার ওসি। কারণ ভরতপুরের বিধায়ক জনাব হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃনমূল দলের একটি সভায় উপস্থিত হয়ে বলেন যে তিনি যেভাবে প্রশাসন কে কাজ করতে বলবেন সেই ভাবে কাজ করতে হবে। এবং ভরতপুরের তৃনমূল দলের যুব সভাপতি কে ধরার জন্য হুমকি দেন। যদি তাকে না ধরা হয় তার জন্য হুমকি দেন ভরতপুরের ওসির বিরুদ্ধে। এই নিয়ে পশ্চিম বাংলার রাজ্যের রাজনীতিতে হৈচৈ পড়ে যায়। গতকাল মঙ্গলবার ভরতপুরের তৃনমূল দলের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভরতপুর থানার পুলিশ। এই ঘটনা নিয়ে কিছু ভাবছেন না বলে জানিয়েছেন ভরতপুর বিধান সভার বিধায়ক জনাব হুমায়ুন কবির। তিনি বলেন তার, ৫৯,জন্মদিন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিনে, ৬৫,কেজি, ছানা বড়া তৈরি নিয়ে ব্যস্ত আছেন। তিনি বলেন বামফ্রন্ট আমলে তার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে এবং মারপিটের মামলা হয়েছে। বহু মামলায় খালাস পেয়েছেন। এখনো বহু মামলা কলকাতা হাইকোর্টে ও কলকাতার ময়ূর ভবনে এবং মুর্শিদাবাদ জেলার বহরমপুরের আদালতে মামলা চলছে। তা পরে দেখা যাবে। তিনি ভরতপুরের ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করবেন বলে জানিয়েছেন।