পশ্চিম বীরগাওঁ ইউপি নির্বাচনে এক স্বতন্ত্রপ্রার্থীর মোটর সাইকেল শো-ডাউন,নৌকার প্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ
১৫ নভেম্বর, ২০২১, 3:15 PM
১৫ নভেম্বর, ২০২১, 3:15 PM
পশ্চিম বীরগাওঁ ইউপি নির্বাচনে এক স্বতন্ত্রপ্রার্থীর মোটর সাইকেল শো-ডাউন,নৌকার প্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আসন্ন পশ্চিম বীরগাওঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী(বর্তমান চেয়ারম্যান) মো. শফিকুল ইসলাম ও তার সমর্থকরা নির্বাচনী আচরনবিধি লংঘন করে মোটর সাইকেল শো-ডাউন করেছেন বলে অভিযোগ উঠেছে ।
তিনি আজ সোমবার সকালে তার সমর্থকরা ৫০টির ও বেশী মোটর সাইকেল নিয়ে টাইলা বাজার হতেশো-ডাউন করে ঠাকুরভোগ,মৌখলা হয়ে বিভিন্ন জায়গাতে গণসংযোগ করেন যা নির্বাচনী আচরনবিধি পরিপন্থী। নির্বাচন আসলে পক্ষে বিপক্ষে প্রতিযোগিতা থাকতেই পারে কিন্তু সকল প্রার্থীকে একে অন্যপ্রার্থীর প্রতি সম্মান রেখে এবং নির্বাচনী আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচার প্রচারনা,গণসংযোগ ও উঠান বৈঠক করবেন এটা আইনে বলা আছে।
এদিকে ঐ পশ্চিম বীরগাঁও ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এড. দেবাংশু শেখর দাসের পোষ্টারে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত পোষ্টার বিভিন্ন গ্রামেগঞ্জে,হাটবাজারে ও রাস্তার পাশে সাটানো ছিল। কিন্তু গতকাল রবিবার রাতের আধাঁরে ঐ সমস্ত পোষ্টার কে বা কারা দৃর্বৃত্তরা ছিড়ে মাটিতে ফেলে দিয়েছে বলে সাংবাদিকদের নিকট অভিযোগ করেন তিনি ।
জয় পরাজয় নিয়েই তো নির্বাচনে বিভিন্ন দল ও মতের প্রার্থীরা প্রতিদ্বন্ধী প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করে থাকেন। কিন্তু কোন প্রাথীর কর্মী সমর্থকর্রা তার প্রতিপক্ষ প্রার্থীর ব্যানার কিংবা পোষ্টার ছিড়ে ফেলা আইন সমর্থন করে না ।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, কোন কোন প্রার্থী গরীব ভোটারদের কাছে টানতে টাকা বিলি করতে ও শুরু করেছেন পাশাপাশি যারা গাজাঁ ও মদ সেবন করেন তাদের গাঁজা ও মদের ব্যবস্থা করে দিচ্ছেন বলে অনেক ভোটার নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান। সন্ধ্যার পরে হাটবাজারগুলোতে গাজাঁ ও মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় আইন শৃংখলার অবনতি হয়ে যেকোন সময় নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়ে তা সংঘাতে রুপ নিতে পারে। এদিকে সরকার দলীয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এ্যডভোকেট দেবাংশু শেখর দাসের কর্ম সমর্থকরা টাইলা,দূর্গাপুর,ঠাকুরভোগ,মৌখলাসহ বিভিন্ন গ্রামে ও রাস্তার পাশে পোষ্টার সাটানোর ব্যবস্থা করলে রবিবার রাতের আধাঁরে কে বা কারা নৌকার পোষ্টার ছিড়ে মাটিতে ফেলে দিয়েছে।
এ ব্যাপারে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী(মোটর সাইকেল) মো. শফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা বলে মোটর সাইকেল শো-ডাউনের বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে পশ্চিম বীরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী এ্যাডভোকেট দেবাংশু শেখর দাস জানান,আমাদের জীবন চলার ক্ষেত্রে প্রতিটি মানুষের জন্য আইন রয়েছে। আমরা যারা নাগরিকরা রয়েছি প্রচলিত আইন মেনেই চলতে হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক যে আইনের নীতিমালা দেয়া আছে আমরা সকল প্রার্থীরা আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচার প্রচারনা করতে হবে। নির্বাচনে প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে কোন প্রার্থীর কর্মী কিংবা সমর্থক হতে পারেন রাতের আধাঁরে আমার সাটাঁনো পোষ্টার ছিড়ে ফেলাটা আইনের পরিপস্থি। তিনি বিষয়টি তাৎক্ষণিক রির্টানিং অফিসারকে জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান,কেহ নিার্বচনী আচরণবিধি লংঘন করে মোটর সাইকেল শো-ডাউন করলে কিংবা প্রতিপক্ষ প্রার্থীর সাটানো পোষ্টার ছিড়ে ফেললে সে যে কেহই হোক তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।