পশ্চিম বাংলার মন্ত্রী শ্রী সুব্রত সাহার গাড়ির উপর হামলা, রণক্ষেত্র মুর্শিদাবাদের বড়ঞা এলাকা
১১ নভেম্বর, ২০২১, 11:02 AM
১১ নভেম্বর, ২০২১, 11:02 AM
পশ্চিম বাংলার মন্ত্রী শ্রী সুব্রত সাহার গাড়ির উপর হামলা, রণক্ষেত্র মুর্শিদাবাদের বড়ঞা এলাকা
গত, ৫,ই, নভেম্বর কলকাতার বিমান বন্দরে বোম্বাই থেকে আগত ভাই কে নিয়ে যেতে আসার পথে পথ দুর্ঘটনায় মারা যায় একই পরিবারের মোট পাঁচ জন ব্যাক্তি। গতকাল তাদের পরিবারের কাছে যাওয়ার পথে মুর্শিদাবাদ জেলার কান্দি মহাকুমার বড়ঞা তে পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী ও মুর্শিদাবাদ জেলার সাগর দীঘির বিধায়ক শ্রী সুব্রত সাহা ও স্হানীয় বিধায়ক শ্রী জীবন কৃষ্ণ সাহার হামলা চালায় তৃনমূল দলের একটি গোস্টি। এবং মন্ত্রী ও বিধায়ক এর কনভয় এবং গাড়িকে লক্ষ্য করে পাথর বৃষ্টি নিক্ষেপ করে। সেই সঙ্গে লাঠি দিয়ে মারা হয় মন্ত্রীর গাড়িতে। অভিযোগের আঙুল উঠে বড়ঞা ব্লক তৃনমূল দলের সভাপতি জনাব গোলাম মুর্শিদ জজ এবং ব্লক তৃনমূল যুব সভাপতি জনাব সাহে আলম বিরুর বিরুদ্ধে। এই ঘটনার পর স্হানীয় বিধায়ক শ্রী জীবন কৃষ্ণ সাহা অভিযোগ করেন ব্লক সভাপতি র নামে লিখিত থানাতে। গোটা এলাকা উত্তেজনা বিরাজ করছে।।