ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায় ফ্রেইট ফরওয়ার্ডিং খাতে চ্যালেঞ্জ ও সমাধান – বাফা প্রেসিডেন্ট প্রথম আলো ও ডেইলি স্টারের মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা একার দখলে নিয়েছেন সিমিন রহমান বিসিকে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

পরকোটের সাবেক চেয়ারম্যান তৌহিদের নিকট থেকে আগ্নেয়াশ্রু উদ্ধার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

২৮ জুলাই, ২০২২,  1:35 PM

news image

চাটখিল উপজেলা ৩ নং পরকোট ইোউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলামের নিকট থেকে দেশিয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র( পাইপগান) উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় তার চাটখিল থানায় মামলা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি তৌহিদুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়েছে। জানাগেছে তৌহিদ চেয়ারম্যানের মেজে ভাই জহিরুল ইসলাম স্বপন ২ আগষ্ট ২০১৯ সালের মৃত্যুবরণ করেন। জহিরুল ইসলাম স্বপনের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জহিরুল ইসলামের মৃত্যুর পর থেকে তার বিধবা স্ত্রী শারমিন আক্তার ও সন্তানদেরকে বিভিন্নভাবে তৌহিদ ও তার ভাই ভাতিজা হয়রানী করে আসছিল। এদের অত্যাচারে নির্যাতনে টিকতে না পেরে শারমিন দশঘরিয়ার আনোয়ার নামের এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শারমিন বর্তমানে তার দুই কন্যা সন্তানকে নিয়ে ফরিদগঞ্জস্থ তার পিতার বাড়ীতে অবস্থান করছে। মৃত জহিরুল ইসলাম স্বপনের ছেলে নাফিজ ইকবাল তার পিতার বাড়ীতেই বসবাস করে। গত কয়েক মাস যাবত নাফিসকে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য তৌহিদ ও তার ভাতিজা নিলয় বিভিন্নভাবে নির্যাতন করে। এই ব্যাপারে চাটখিল থানায় দুটি অভিযোগ করা হয়। ২৭ শে জুলাই বুধবার দুপুর ১২টার  দিকে চাটখিল থানার পুলিশের উপস্থিতিতে তানভিরুল ইসলাম নিলয় নাফিসকে রাতে হত্যার হুমকি দেয়। ঐ হুমকির জের ধরে ২৭ শে জুলাই বুধবার রাত ১০ টার দিকে  তৌহিদ চেয়ারম্যান ও  নিলয়, নাফিজকে বেদম মারপিট করে। নাফিজকে হত্যা করার জন্য তার গলার অস্ত্র ঠেঁকায়, ইয়াবা ট্যাবলেট পকেটের দিয়ে ভিডিও করে। বিষয়টি চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনকে অবহিত করলে তিনি দুটি টিম পাঠিয়ে নাফিসকে উদ্ধার করেন। পরবর্তীতে নাফিজের দেওয়া তথ্যের ভিত্তিতে তৌহিদ ও নিলয়কে গ্রেফতার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি