নোয়াখালী জেলা আ.লীগের বর্ধিত সভাকে ঘিরে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া!
আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর, ২০২২, 6:22 PM
আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর, ২০২২, 6:22 PM
নোয়াখালী জেলা আ.লীগের বর্ধিত সভাকে ঘিরে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া!
নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ঘিরে সভাস্থলের বাইরে বিবদমান দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক পথচারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় নেতা–কর্মীরা বলেন, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিনের অনুসারীরা একই সময় স্লোগান দিতে দিতে দলীয় কার্যালয়ের সামনে আসেন। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে টাউন হল মোড়–সংলগ্ন শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বর্ধিত সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আবু সাঈদ আল-মাহমুদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। আহ্বায়ক কমিটি গঠনের পর প্রথমবারের মতো বর্ধিত সভায় যোগ দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।
বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভা শুরু হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ, আওয়ামী লীগের দুই যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর বেশ কয়েকটি বর্ধিত সভা হলেও এতে যোগ দেননি জেলা আওয়ামী লীগের টানা ১৭ বছরের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। আজ তিনি অনেকটা ঘোষণা দিয়েই সভায় যোগ দেন। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে তাঁর শতাধিক অনুসারী স্লোগান দিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রায় একই সময় যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিনের কিছুসংখ্যক অনুসারীও তাঁর পক্ষে স্লোগান দিতে দিতে দলীয় কার্যালয়ের সামনে আসেন। একপর্যায়ে উভয় নেতার অনুসারীরা দলীয় কার্যালয়ের নিচতলায় ও সামনে অবস্থান নেন। সেখানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পরে কার্যালয়ের সামনে, টাউন হল মোড়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এক পথচারীসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।