নির্বাচনে পরাজিত হয়ে বসত বাড়ি ভাংচুর করে বিজয়ী সমর্থকদের ফাঁসানোর চেষ্টা
৩০ নভেম্বর, ২০২১, 12:41 PM
৩০ নভেম্বর, ২০২১, 12:41 PM
নির্বাচনে পরাজিত হয়ে বসত বাড়ি ভাংচুর করে বিজয়ী সমর্থকদের ফাঁসানোর চেষ্টা
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পূর্ব মঙ্গলকাটা গ্রামে নির্বাচনে পরাজিত হয়ে নিজের বসত বাড়ি ভাংচুর করে বিজয়ী মেম্বারের কর্মী সমর্থকদের ফাঁসানোর অভিযোগ উঠেছে। রবিবার রাত সাড়ে ৭টায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থী ও তার পরিবারের লোকজন মিলে বসতঘর ভাঙচুর করে থানায় অভিযোগ দিয়ে বিজয়ী সমর্থকদের হয়রানি করছে। এ সময় নির্বাচনী দায়িত্ব পালনে উপস্থিত পুলিশ কর্মকর্তারা দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যায় বিজয় মিছিল করেছিল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার বিজয়ী প্রার্থী আব্দুল মোতালিবের কর্মী সমর্থকেরা। কিন্তু পরাজিত প্রার্থী সাহাজ উদ্দীনের কর্মী সমর্থকরা বিজয় মিছিলে হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে দলাই নদী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মঙ্গলকাটা জামে মসজিদের সভাপতি আব্দুল লতিফের ছেলে সজিব মটরসাইকেল করে তার স্ত্রীকে নিয়ে একই ওয়ার্ডের মোরগ মার্কার পরাজিত প্রার্থী সাহাজ উদ্দিনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে মধ্যে তাকে আটক তার স্ত্রীর হাত ধরে টানা হেচড়া করে।
সাহাজ উদ্দিনের পরিবার ও আদম আলীর পরিবার দাবি করেছেন বিজয়ী প্রার্থী আব্দুল মোতালিবের কর্মী সমর্থকেরা এবং আব্দুল লতিফের আত্মীয় স্বজনেরা হামলা, ভাঙচুর করেছে।
দুই বারের নির্বাচিত মেম্বার আব্দুল মোতালিব বলেন, নির্বাচনের ফলাফল ঘোষনার আগেই সাহাজ উদ্দীনের লোকজন সাহাজ উদ্দীনের পক্ষে বিজয় মিছিল করেছে। ফলাফল ঘোষনার পর পরাজিত হয়ে সাহাজ উদ্দীন এবং আদম আলী পরিকল্পিত ভাবে তাদের বসত বাড়ির টিনের ভেড়া ভাংচুর করে আমার কর্মী সমর্থদের বিরোদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। আদম আলী একজন মামলাবাজ লোক। সে এলাকার নিরীহ লোকজনের বিরোদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানাই।
আব্দুল লতিফ বলেন, এই হামলা বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে ও আমার আত্মীয়দের কেন জড়ানো হচ্ছে এই ঘটনায় তাও জানি না। আদম আলী কয়েকটি মসজিদের নামে বরাদ্দ এনে নামে মাত্র কাজ করে টাকা আতœসাত করারও অভিযোগ রয়েছে।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রসিদ আহম্মদ বলেন, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চেষ্টা করব বিষয়টি সমাধা করার।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।