নিজের জীবন কে বাজি রেখে এক অসহায় রুগীকে রক্তদান করে জীবন বাঁচাতে সাহায্য করলেন লালটু মিদ্দে
১৫ মার্চ, ২০২২, 10:29 AM
১৫ মার্চ, ২০২২, 10:29 AM
নিজের জীবন কে বাজি রেখে এক অসহায় রুগীকে রক্তদান করে জীবন বাঁচাতে সাহায্য করলেন লালটু মিদ্দে
উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের বাসিন্দা শ্রী শঙ্কর প্রসাদ চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। তার অপরেশন জন্য দরকার পড়ে রক্তের। খবর দেওয়া হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রক্তদানের আইকন লালটু মিদ্দে কে। তিনি কলকাতার একটি সমাজসেবক প্রতিষ্ঠানের সমাজসেবিকা শ্রীমতী সাগরিকা চ্যাটার্জী সাথে যোগাযোগ করেন এবং খবর দেওয়া হয় আরেক সমাজসেবিকা অবিরা খাতুন কে। এবং অবিরা খাতুন রক্ত দাতা সপ্তসী ঘোষ কে আনেন এবং লালটু মিদ্দে কলকাতার মেটিয়াবুরুজ এলাকা থেকে ওয়াসিম ভাই কে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিম এর দেউলা থেকে উত্তম সরদার কে নিয়ে গিয়ে তাদের রক্ত দিয়ে জীবন বাঁচাতে সাহায্য করেন শ্রী শঙ্কর প্রসাদ চট্টোপাধ্যায়ের। এই কাজে সাহায্যে র হাত বাড়িয়ে দেয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রক্তদানের আইকন হিসেবে পরিচিত লালটু মিদ্দে।