নিউইয়র্কের প্রথম নারী পুলিশ কমিশনার কিচেন্ট সিওয়েল
১৬ ডিসেম্বর, ২০২১, 6:23 AM
১৬ ডিসেম্বর, ২০২১, 6:23 AM
নিউইয়র্কের প্রথম নারী পুলিশ কমিশনার কিচেন্ট সিওয়েল
নিউইয়র্ক নগরের প্রথম নারী পুলিশ কমিশনার হচ্ছেন কিচেন্ট সিওয়েল। ১ জানুয়ারি থেকে নগরভবনে পরিবর্তন আসছে। বিদায় নিচ্ছেন মেয়র বিল ডি ব্লাজিও। বিদায় নিচ্ছেন গত দুই বছর ধরে পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করা ডারমট শেই।খবর বাপসনিঊজ।
নির্বাচিত মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্কের বাইরে থেকে একজন নারী পুলিশ কমিশনার নিয়ে আসছেন, এমন কথা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন থেকে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন কিচেন্ট সিওয়েল। ৪৯ বছর বয়সী এ পুলিশ কর্মকর্তার জন্ম ও বেড়ে ওঠা নিউইয়র্কের কুইনসে। বর্তমানে রাজ্যের নাশাউ কাউন্টির ডিটেকটিভ চিফের দায়িত্বে রয়েছেন তিনি। নিউইয়র্ক পোস্ট ১৪ ডিসেম্বর তাঁর নিয়োগ সংক্রান্ত সংবাদ পরিবেশনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিচেন্ট সিওয়েল বলেন, পুলিশ কমিশনার হিসেবে নিয়োগের তাঁর নাম বিবেচনায় আসায় তিনি গর্বিত। দায়িত্বটিকে তিনি গুরুত্বের সাথে নেবেন।