নামাজ শেষে বৃদ্ধ দেখেন,তার একলাখ টাকা চুরি!
০৭ সেপ্টেম্বর, ২০২২, 9:31 PM
০৭ সেপ্টেম্বর, ২০২২, 9:31 PM
নামাজ শেষে বৃদ্ধ দেখেন,তার একলাখ টাকা চুরি!
কুড়িগ্রাম সদর উপজেলার একটি মসজিদে নামাজরত অবস্থায় মো. বেলাল মুন্সি (৬০) নামে এক বৃদ্ধের লাখ টাকা চুরি হয়ে গেছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ওই বৃদ্ধ ওই ইউনিয়নের খেওয়ার চরের বাসিন্দা বলে জানা গেছে।হাটের ওষুধ ব্যবসায়ী ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, আজ তো যাত্রাপুর হাট। অনেক মানুষের সমাগম ঘটে। বেলাল নামে এক ব্যক্তি দুপুরে জোহরের নামাজ আদায় করার সময় সামনে টাকার ব্যাগ রাখেন। নামাজরত অবস্থায় তার ১ লাখ টাকা চুরি হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃদ্ধ বেলাল মুন্সি বলেন, নামাজ পড়ার সময় আমার ১ লাখ টাকার ব্যাগ সামনে রাখি। নামাজরত অবস্থায় কে বা কারা আমার ব্যাগটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করছি। ব্যাগ পাই নাই। অবশেষে বাড়ি চলে আসি।
সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, মসজিদে নামাজরত অবস্থায় টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। ওই বৃদ্ধের টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।