নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১
১৬ নভেম্বর, ২০২১, 9:06 PM
১৬ নভেম্বর, ২০২১, 9:06 PM
নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দূর্ঘনায় নিহত ১ গুরুতর আহত ১জন।
নাচোল হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানাগেছে আজ মঙ্গলবার নাচোল উপজেলার রাজবাড়ী এলাকার মোহাম্মদপুর এলাকায় নাচোল রাজবাড়ী সড়কে বেলা সাড়ে টার দিকে রাজবাড়ী থেকে ছেড়া নাচোল গামী ট্রাককে সাইড দিতে দিতে গিয়ে মোটর সাইকেল আরোহী মোহাম্মদপুর দিঘি পাড়া গ্রামের আলাম সরদারের ছেলে ইমদাদুল (৩৫) নিয়ন্ত্রন হারিয়ে বাবলা গাছকে ধাক্কা লেগে সংগীয় আরোহী নিয়ামতপুর কৃষ্ণশাইল গ্রামের বাবুল এর ছেলে সাজ্জা(২৫)সহ পথের ছিটকে পড়ে। গুরুতর অবস্থায় স্থানীয়রা ইজি বাইকে করে তাদের নাচোল হাসপাতালে নিয়ে আসে। ইমদাদুল ও সাজ্জাদ এর অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করলে পথিমধ্যে ইমদাদুলের মৃত্যু হয়। সাজ্জাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান ইমদাদুল হক মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাগেছে। এব্যাপারে নাচোল থানায় কোন অভিযোগ হয়নি।