সংবাদ শিরোনাম
ধামরাই উপজেলা এসোসিয়েশ ইউএসএ-এর অভিষেক ও বনভোজন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে রবিবার ১৭ জুলাই
১৭ জুলাই, ২০২২, 7:27 PM
১৭ জুলাই, ২০২২, 7:27 PM
ধামরাই উপজেলা এসোসিয়েশ ইউএসএ-এর অভিষেক ও বনভোজন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে রবিবার ১৭ জুলাই
নিউইয়র্ক সিটির কুইন্সের একটি পার্কে ধামরাই উপজেলা এসোসিয়েশন অব ইউএসএ -এর আয়োজনে অনুষ্ঠিত হবে আজ রবিবার ,১৭ জুলাই সকাল ৯টায় সংগঠনের ২৯২২-২০২৩ নবনিরবাচিত কর্মকতাদের অভিষেক ও বনভোজন। ঢাকার ধামরাই উপজেলা প্রবাসীদের এ মিলনমেলায় অংশ নিবে কল শ্রেণি ও পেশার মানুষ। অভিষেক ও বনভোজনে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে আকর্ষনীয় পুরস্কারের র্যাফেল ড্র। খাওয়া দাওয়া বা আনন্দ।খবর বাপসনিউজ।অভিষেক ও বনভোজনে সকল প্রবাসীদের সাদর ডআমন্ত্রণ জানিয়েছেন ধামরাই ঊপজেলা এসোসিয়েন অব ইউএসএ- এর পক্ষথেকে সভাপকি পংকজ রাত ও সাধার সম্পাদক জিয়াউর রহমান মিলন ।
সম্পর্কিত