ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শিল্প খাতে এআই-এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচন নিয়ে ছলচতুরি যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায়

ধর্মপাশায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ

#

১৬ জানুয়ারি, ২০২২,  8:36 PM

news image

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে বিদ্যালয় প্রধান শিক্ষক রঞ্জু মিয়ার বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে জানাগেছে,পুর্ব ঘোষণা অনুযায়ী গত শনিবার সকালে ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়র ভোলাগঞ্জ সার্বজনিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপিত নির্বাচনের কথা ছিল।সময় অনুযায়ী বিদ্যালয়ের অভিবাবক সদস্য উজ্জল তালুকার, আব্দুল আলিম,দাতা সদস্য আব্দুল হাই,নির্বাচনে সভাপতি পদ প্রার্থী আবু বকর ছিদ্দিক,ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম,স্থানীয় ইউপি সদস্য আশ্রাব আলী,সাবেক ইউপি সদস্য কোরবান আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিদ্যালয়ে ভোট দিলে গেলে প্রধান শিক্ষক মো. রঞ্জু মিয়া বলেন, কোন নির্বাচন হবেনা আঃ ছাত্তার সাহেব নির্বাচিত হয়েছেন।

এসময় উপস্থিত এলাকাবাসী এলাকার সকলের সমন্বয়ে এবং একটি সুষ্ট নির্বাচনের মাধ্যমে বিদ্যালয়ের সভাপতি নির্বাচন করার প্রস্তাব দিলে হট্রগোল শুরু হয়।এক পর্যায়ে প্রধান শিক্ষক ভোটারসহ এলাকাবাসীকে বিদ্যালয় থেকে বের হয়ে যেতে বলেন।

ভোলাগঞ্জ সার্বজনিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির ছাত্র অভিবাবক ও সদস্য ও সভাপতি প্রার্থী মো. আব্দুল আলিম বলেন,তিনি আমাদেরকে স্কুল থেকে বের হয়ে যেতে বলেন, শুধু তাই নয় তিনি আমাদেরকে নানা ধরণের ভয়ভীতি দেখানোসহ দেখে নেয়ার হুমকিও দেন।

ছাত্র অভিবাবক সদস্য উজ্জল তালুকদার বলেন, তিনি নিয়ম বর্হিভুত ভাবে সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে গোপনে সভাপতি নির্বাচন করেছেন। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা আমরা এর প্রতিবাদ করলে তিনি আমাদেরকে মামলা হামলার হুমকি দিয়ে দ্রুত বিদ্যালয় থেকে চলে যান।

‘এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক মো. রঞ্জু মিয়া তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন অনিয়ম করিনি যা করেছি নিয়মতান্ত্রিক ভাবেই করেছি।’

ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মো. কামরুল হাসান বলেন,নিয়ম বর্হিভুতভাবে কেউ নির্বাচিত হওয়ার কথা নয়,তার পরেও কোন অনিয়মের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি