দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দােয়ারাবাজারে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা
১১ নভেম্বর, ২০২১, 10:57 PM
১১ নভেম্বর, ২০২১, 10:57 PM
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে দােয়ারাবাজারে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা
অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সুনামগঞ্জর দােয়ারাবাজার উপজলার ৯ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থীরা হলেন- ১. বাংলাবাজার (আ.লীগর বিদ্রাহী) স্বতন্ত্র প্রার্থী এম আবুল হােসেন (চশমা), তার নিকটতম প্রতিদ্বন্ধি (আ.লীগের বিদ্রাহী) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন রানা (ঘাড়া), ২ নং নরসিংপুর আ.লীগ মনানীত বর্তমান চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, তার নিকটতম প্রতিদ্বন্ধি (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু (চশমা), ৩ নং দােয়ারা সদর আ.লীগ মনানীত প্রার্থী আব্দুল হামিদ, তার নিকটতম প্রতিদ্বন্ধি (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এম আব্দুল বারী (আনারস), ৪ নং মানারগাঁওয় (বিএনপি)স্বতন্ত্র প্রার্থী ইজ্জত আলী (মাটরসাইকল), তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী একই দলর বর্তমান চেয়ারম্যান আবু হেনা আজিজ (আনারস), ৫ নং পান্ডারগাঁওয় আ.লীগ মনানীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, তার নিকটতম প্রতিদ্বন্ধি (বিএনপি)
স্বতন্ত্র প্রার্থী অলিউর রহমান (মাটরসাইকল), ৬ নং দােহালিয়া (আ.লীগর বিদ্রাহী) স্বতন্ত্র প্রার্থী শামীমুল ইসলাম শামীম (আনারস), তার নিকটতম প্রতিদ্বন্ধি (আ.লীগর বিদ্রাহী)
স্বতন্ত্র প্রার্থী নুর মিয়া (মাটরসাইকল), ৭ নং লক্ষীপুর আ.লীগর বিদ্রাহী (স্বতন্ত্র) প্রার্থী জহিরুল ইসলাম (মাটরসাইকল), তার নিকটতম প্রতিদ্বন্ধি (আ.লীগর বিদ্রাহী) স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিরুল হক (চশমা), ৮ নং বাগলাবাজার আ.লীগ মনানীত মোহাম্মদ মিলন খান, তার নিকটতম প্রতিদ্বন্ধি (বিএনপি)স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়ল (আনারস) এবং ৯ নং সুরমা ইউনিয়ন আ.লীগ মনানীত প্রার্থী এম এ হালিম বীর প্রতীক, তার নিকটতম প্রতিদ্বন্ধি (বিএনপি)স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ (মাটরসাইকল)।
বি. দ্র : ২ নং নরসিংপুর ইউনিয়নর নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেদ্রর ফলাফল এইমাত্র প্রকাশিত হওয়ায় নিউজ পাঠাত বিলম্বিত হলাে।