ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শিল্প খাতে এআই-এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচন নিয়ে ছলচতুরি যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক ভাইব্রেন্ট এখন উত্তরায়

দোয়ারাবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আর্থিক সহায়তা প্রদান

#

১৬ জুলাই, ২০২২,  7:52 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এই অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছে, যাতে তিনি জনগনের কাছে যেতে না পারেন।


এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী আকাশ পথে সিলেট ঘুরে গেছেন। যদি বন্যাকে উনার কাছে নেয়া যেত তাহলে মনে হয় উনার জন্য আরো ভালো হত। আমাদের দলের নেতাকর্মীরা প্রতিনিয়তই মানুষদের কাছে যাচ্ছেন, সহায়তা দিয়ে যাচ্ছেন।


শনিবার (১৬ জুলাই) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নে শরিফপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে বন্যা দুর্গত ৬শ পরিবারে মানুষদের মাঝে নগদ পাঁচশত টাকা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে দুর্গত মানুষদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানটি সাবেক উপজেলা বিএনপি সভাপতি শাহজান মাষ্টারের সভাপতিত্বে ও সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জামাল উদ্দিনের যৌথ পরিচালনায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুন নাহার বেবী,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার শানু প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি