দোয়ারাবাজারে পর্ণোগ্রাফি দায়ের করা মামলার যুবক আটক
১৬ নভেম্বর, ২০২১, 9:10 PM
১৬ নভেম্বর, ২০২১, 9:10 PM
দোয়ারাবাজারে পর্ণোগ্রাফি দায়ের করা মামলার যুবক আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পর্ণোগ্রাফি আইনে দায়ের করা মামলার আসামি লিটন দাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামের ললিত মোহন দাসের ছেলে।
দোয়ারাবাজার থানার মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর দিনগত রাত অনুমান ১০টার দিকে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আইমা নোয়াগাঁও গ্রামে শারীরিকভাবে ক্লান্ত এক মহিলা নিজ বসতঘরের কেঁচিগেট ও দরজা বন্ধ না করেই সহসা ঘুমিয়ে পড়েন। এরই ফাঁকে একই গ্রামের লিটন দাস ওই ঘরে ঢুকে ঘুমে বিভোঢ় ওই মহিলার ছবি মোবাইলে ধারণ করে। পরে মহিলার বাড়ির লোকজনের কাছে ওই ছবি প্রদর্শন করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে আসামি লিটন দাস। পরবর্তীতে ভূক্তভোগী ওই মহিলা বাদী হয়ে লম্পট লিটন দাসের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে থানায় মামলা (নং ৯/১৭৬) দায়ের করেন।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, আসামি লিটন দাসকে আটক করে মঙ্গলবার আদালতে পাঠনো হয়েছে।