দোয়ারাবাজারে নৌকা থেকে পড়ে এক শিশু নিখোঁজ!
৩০ আগস্ট, ২০২২, 9:50 PM
৩০ আগস্ট, ২০২২, 9:50 PM
দোয়ারাবাজারে নৌকা থেকে পড়ে এক শিশু নিখোঁজ!
সুনামগঞ্জের দোয়ারাবনজারে খাসিয়ামরা নদীতে নৌকা থেকে পড়ে তাওহীদ(৪)নামে এক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সুরমা ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। তাওহীদ মিরপুর গ্রামের সমরাজ মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তাওহীদ বাবার সাথে খাসিয়া মারা নদীতে যায় বাবা নৌকা বাঁধতে ব্যস্ত হলে সে বাবার চোখ ফাঁকি দিয়ে নদীর ঘাটে থাকা তাদের নিজের নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়।এসময় পাশের বাড়ীর লোকজন নৌকা থেকে পড়তে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করতে সাথে সাথে নদীতে ঝাঁপিয়ে পড়েও তাওহীদকে পাওয়া যায়নি। সারা সন্ধ্যা পরিবার পরিজন খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি।
সুরমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।