দুর্নীতির মামলায় গ্রেপ্তার মহারাষ্ট্রের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ
০৬ এপ্রিল, ২০২২, 7:29 PM
০৬ এপ্রিল, ২০২২, 7:29 PM
দুর্নীতির মামলায় গ্রেপ্তার মহারাষ্ট্রের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ
আজ ভারতের বম্বে শহর থেকে মহারাষ্ট্রের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ কে সি বি আই একটি দুর্নীতি র মামলায় গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন ধরে সি বি আই হেফাজত এড়াতে এবং বম্বে হাইকোর্টের সামনে হাজির হতে অস্বীকার করে আসছেন বলে জানা গেছে সি বি আই সূত্রে। সেই সঙ্গে তাঁর অতিরিক্ত সচিব কুন্দন শিন্ডে, এবং সচিব সঞ্জীব পালন্দেকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় অভিযুক্ত থাকার কারণে বম্বে শহর পুলিশের সাবেক সহকারী পুলিশ অফিসার শচীন ওয়াজে কে গ্রেপ্তার করে সি বি আই। ২০২১,সালে, একটি লটারিঙ কেলেঙ্কারি র জেরে গ্রেফতার করা হয়। তার পর থেকে তাকে সি বি আই দপ্তরে হাজির দেবার জন্য বলা হলে তিনি সি বি আই ও বম্বে হাইকোর্টের হাজিরা এড়িয়ে যাওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের কে বম্বে হাইকোর্টের বিচারপতিদের কাছে পেশ করা হবে বলে জানিয়েছেন সি বি আই দপ্তর।