দীঘার মোহনায় লক্ষ লক্ষ টন সোনালী ইলিশ নিয়ে ভিড়েছে শতাধিক মাছ ধরার ট্রলার
১২ জুলাই, ২০২২, 10:02 PM
১২ জুলাই, ২০২২, 10:02 PM
দীঘার মোহনায় লক্ষ লক্ষ টন সোনালী ইলিশ নিয়ে ভিড়েছে শতাধিক মাছ ধরার ট্রলার
গত কয়েকদিন হল হল হাল্কা ঝির ঝিরে বৃষ্টি ও ইলশেগুড়ী র প্রভাবে গভীর সমুদ্র থেকে ধেয়ে এসেছে লক্ষ লক্ষ ঝাক সোনালী ইলিশ। এই সব মাছ গভীর সাগর থেকে এসে মার খেয়েছে দীঘা ও বঙ্গপোসাগরের বিভিন্ন মোহনায়। যার জেরে এবার কপাল খুলেছে ধীবরদের । যে সব ইলিশ ধরা পড়েছে তা সাইজের। এবং প্রার তিন কেজি ওজনের থেকে পাঁচ শত গ্রাম পযন্ত। বর্তমানে এই তিন কেজি ওজনের ইলিশ মাছ বাজারে বিক্রি হচ্ছে প্রায় দেড় হাজার টাকা থেকে বারো শত টাকা কেজি দরে। তার নিজে ইলিশ মাছ এর দাম আট শত টাকা থেকে পাঁচ শত টাকা কেজি দরে। এবং এক কেজি ওজনের কম মাছের দাম পাঁচ শত টাকা র নীচে। এবারের দীঘার মৎস্য জীবি সমিতির সভাপতি বলেন যে যে হারে ইলিশ মাছ ধরা পড়েছে তা এর আগে কখনো ধরা পড়ে নি। এই মাছ পৃথিবীর বিভিন্ন দেশে চালান করা হবে। সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ও নামখানা এবং সাগরে এবং ডায়মন্ড হারবারের ভাগিরথী র মোহনায় বেশি বেশি ইলিশ ধরা পড়েছে। এই ইলিশ মাছ ইতিমধ্যেই পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় রপ্তানি করা হয়েছে। এবার ইলিশ মাছের দাম ভালো রকম পাওয়ার দরুন খুশি হয়ে ফিরেছে ধীবরা।তবে পশ্চিম বাংলা সরকারের বিধিনিষেধ মেনে ইলিশ মাছ ধরা হয়েছে। কারণ হিসেবে সরকার কর্তৃক ছোট ইলিশ মাছ ধরা বেআইনি ঘোষণা করে এবং যদি কেউ খোকা ইলিশ মাছ ধরার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে পশ্চিম বাংলার সরকার। সবদিক খেতিয়ে দেখে ইলিশ মাছ ধরছে ধীবরা।