দিরাইয়ে রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২১, 4:40 PM
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২১, 4:40 PM
দিরাইয়ে রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
বিভিন্ন দৈনিকে কর্মরত সক্রিয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে 'দিরাই রিপোর্টার্স ইউনিটি' গঠন করা হয়েছে। শনিবার দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্ট এলাকায় একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় কমিটিগঠন করা হয়।
দৈনিক মানবজমিন, শ্যামল সিলেট ও সুনামগঞ্জ প্রতিদিনের দিরাই উপজেলা প্রতিনিধি মোশাহিদ আহমদ সরদারকে সভাপতি ও সিলেট ভিউয়ের দিরাই প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি পদে রুকনুজ্জামান জহুরী (দৈনিক সত্য প্রবাহ), জীবন সূত্রধর (দৈনিক গণমুক্তি), যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান (দৈনিক সকালের সময়, দৈনিক জৈন্তা বার্তা), আকতার সাদিক (দৈনিক বাংলাদেশের খবর), কোষাধ্যক্ষ রবিনূর চৌধুরী (এন আর ডি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু (দৈনিক স্বাধীন বাংলা), সদস্য আবু হানিফ চৌধুরী (দৈনিক ভাটির দর্পন), ইমন আমজাদ চৌধুরী ( আজকের আলো ) মনোনীত হয়েছেন।