দিদির পাড়ায় দুই দাদার লড়াই জমে উঠেছে কলকাতা পৌরসভার নির্বাচন
০২ ডিসেম্বর, ২০২১, 11:21 AM
০২ ডিসেম্বর, ২০২১, 11:21 AM
দিদির পাড়ায় দুই দাদার লড়াই জমে উঠেছে কলকাতা পৌরসভার নির্বাচন
এবারের কলকাতা পৌরসভার নির্বাচনে পাখির চোখ খোদ তৃনমূল দলের নেত্রী ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড এ। এখানে গতবারের কলকাতা পৌরসভার নির্বাচিত, ৭৩,নাম্বারের, তৃনমূল দলের নেতা ও প্রার্থী ও, ০৯,নাম্বার, বরোর চেয়ারম্যান শ্রী রতন মালাকার কে সরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই শ্রী রতন বন্দ্যোপাধ্যায়ের শ্রী কাজরী বন্দ্যোপাধ্যায় কে তৃনমূল দলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে। তাতেই ক্ষিপ্ত হয়ে , ৭৩,নাম্বার, ওয়াডে নিরদল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন শ্রী রতন মালাকার। তিনি এতটাই ঘুষ্যা হয়েছেন এবং অভিমান হয়েছে যে কারো কথা শুনতে চাইছেন না। তার আশা জনগণের আশির্বাদ তার পক্ষে থাকবে। একই অবস্থা মমতার নির্বাচন কেন্দ্র, ৭০,নম্ভার, ওয়াডে। ওখানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ও, ৭০,নম্বার, ওয়াডের কাউন্সিলর ও সাবেক কলকাতা পৌরসভার চেয়ারম্যান শ্রী সচ্ছিনানন্দ বন্দ্যোপাধ্যায় কে সরিয়ে নিয়ে অন্য কোন প্রার্থী দেওয়াতে ঔ ওয়াডে তিনি নিরদল প্রার্থী হিসেবে দাড়িয়ে গিয়েছেন। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে নিজেদের দলের দুই নেতা ও পৌরসভার কাউন্সিলর নির্বাচনে দাড়িয়ে পড়াতে অস্বস্তি বোধ করছেন তৃনমূল দলের নেতৃত্ব। তবে দক্ষিণ কলকাতার তৃনমূল দলের সভাপতি ও বিধায়ক শ্রী দেবাশীষ কুমার দেবা জানিয়েছেন, যে আগামী, ৪,ই, ডিসেম্বর মনোনয়ন পত্র তুলে নেবার শেষ দিন। যদি না তুলে নেন তাহলে তৃনমূল দলের পক্ষ থেকে দুই জনের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেবার জন্য তৈরি দল। তবে সাধারণ মানুষ তৃনমূল দলের সাথে আছে। মানুষ ওদের কে প্রত্যাখ্যান করবে। কেননা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভিত্তি করে কলকাতার পৌরসভার নির্বাচনে তৃণমূল দলের প্রার্থীরা দাড়িয়েছে।